ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতায় এক নম্বর ইরান: আইআরজিসি

প্রকাশিত: ০১:০৭, ১৯ আগস্ট ২০১৯

ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতায় এক নম্বর ইরান: আইআরজিসি

অনলাইন ডেস্ক ॥ ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার বলেছেন, তার দেশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার দিক দিয়ে বর্তমানে মধ্যপ্রাচ্যের এক নম্বর শক্তিতে পরিণত হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল আমিরআলী হাজিযাদে আরো বলেন, এ ছাড়া, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার দিক দিয়ে ইরান বিশ্বের প্রথম সারির দেশগুলোর কাতারে রয়েছে। সেম্প্রতি তেহরানে আইআরজিসি’র একটি সম্মেলনে দেয়া বক্তৃতায় একথা বলেন। তিনি জানান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক রাডার, ড্রোন ও ক্ষেপণাস্ত্র শক্তির দিক দিয়ে ইরানের চোখধাধানো উন্নতির বিষয়টি বিশ্বের বৃহৎ শক্তিগুলোর নজর এড়ায়নি। বিশেষ করে আমেরিকার সর্ববৃহৎ ও সর্বাধুনিক গোয়েন্দা ড্রোন গুলি করে ভূপাতিত করার ঘটনায় অ্যারোস্পেস খাতে ইরানের শক্তিমত্তা সবার কাছে স্পষ্ট হয়ে গেছে বলে তিনি উল্লেখ করেন। আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার দেশ প্রতিরক্ষার স্বার্থে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা আরো শক্তিশালী করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। জেনারেল হাজিযাদে বলেন, প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করা সাইকেল চালনায় ভারসাম্য রক্ষা করার মতো বিষয়। যদি সাইকেলের প্যাডেল অনবরত মারা না হয় তাহলে সাইকেলের ভারসাম্য থাকে না এবং এর আরোহী পড়ে যায়।
×