ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মহাসড়কে নান্দনিক ফুলের বাগান

প্রকাশিত: ০৮:৫১, ১৭ আগস্ট ২০১৯

 মহাসড়কে নান্দনিক ফুলের বাগান

দেশের ‘লাইফলাইন’ খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই অংশের আইল্যান্ডে নানা রঙের ফুলের সমারোহ। মহাসড়কের আইল্যান্ড যেন ফুল বাগান। লাল ও হলুদসহ নানা রঙের ফুলে বর্ণিল হয়ে আছে চট্টগ্রাম সিটি গেট ধুমঘাট ব্রিজ পর্যন্ত অংশের মহাসড়কের ফোরলেনের আইল্যান্ড। প্রতিদিন এই অপার সৌন্দর্য দেখে দেখেই যাতায়াত করছেন যাত্রীরা। এই মনোরম পরিবেশের কারণে খুশি যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। বিশেষ করে মহাসড়কের সিটি গেট থেকে মীরসরাই উপজেলার ধুমঘাট ব্রিজ অংশে যেখানেই চোখ পড়বে সেখানেই ফুলের সমারোহ দেখে মনে হবে যেন বর্ণিল ফুলের মেলা বসেছে। সরেজমিন দেখা যায়, মীরসরাইয়ের বড়তাকিয়া বাজারের দক্ষিণ পাশ থেকে হাদিফকিরহাট বাজারের উত্তরপাশ পর্যন্ত মহাসড়কের ডিভাইডারে ফুটেছে নানা রঙের ফুল। এছাড়া উপজেলার সোনাপাহাড় এলাকায় মহাসড়কের ডিভাইডারে শোভা পাচ্ছে মৌসুমী ফুল। যা যাত্রাপথে যাত্রীদের সুবাসিত করছে। সড়ক ও জনপদ সূত্রে জানা যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৪৩ কিলোমিটার এলাকায় বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে। তাদের মধ্যে বকুল, হৈমন্তী/কুরচী, সোনালু, রাধাচূড়া, কেছিয়া, কৃষ্ণচূড়া, কাঞ্চন, করবী, জারুল, পলাশসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৫৮ হাজার হাজার গাছ লাগানো হয়েছে। এছাড়া লন এরিয়াতে (গাছ ব্যতীত খালি অংশ) থাকবে সবুজ ঘাস। ঘাসের সমারোহ এবং নানা ফুলের বৈচিত্র্যময় নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবেন মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। সড়ক ও জনপদ সূত্রে আরও জানা যায়, এক পাশের আলো যেন অন্য পাশে এসে দুর্ঘটনা না ঘটায় তাই এই কম উচ্চতার ফুলের গাছ লাগানো হয়েছে। এছাড়া সৌন্দর্য বৃদ্ধি এবং আইল্যান্ড দখলমুক্ত রাখতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়মিত যাতায়তকারী আবুল কালাম আজাদ ও টিটু নাথ জানান, প্রায়ই এ মহাসড়ক দিয়ে বিভিন্ন কাজে চট্টগ্রাম শহরে আসা যাওয়া হয়। নানা রঙের ফুলে মহাসড়ক বর্ণিল হয়ে উঠেছে, দেখতে ভালই লাগে। এগুলোর পরিচর্যা করলে মহাসড়কের এই সৌন্দর্য অটুট থাকবে। -রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম থেকে
×