ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু প্রতিরোধে মহিলা ক্রীড়া সংস্থার কার্যক্রম

প্রকাশিত: ০৭:৫৫, ৮ আগস্ট ২০১৯

 ডেঙ্গু প্রতিরোধে মহিলা ক্রীড়া সংস্থার কার্যক্রম

স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ধানমণ্ডি আবাসিক এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান, শপিংমল এবং জনসাধারণের মধ্যে ডেঙ্গ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সদস্য রুমানা আলী এমপি এবং সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলীসহ সংস্থার সদস্য পূরবী মজুমদার এবং নাসিমা চৌধুরী শিরীন এই কার্যক্রমে অংশ নেন। বর্তমানে ঢাকাসহ বাংলাদেশের প্রায় সব জেলায় ডেঙ্গ জ্বরের প্রকোপ বৃদ্ধি পেয়েছে যা রীতিমতো দুর্যোগের পর্যায়ে চলে গিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ডেঙ্গু প্রতিরোধে ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের পরিষ্কার অভিযানসহ আশেপাশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের, শপিংমল এবং জনসাধারণের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সচেতনতামূলক কার্যক্রম হিসেবে লিফলেট বিতরণ এবং ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করা হয়। ঈদ পরবর্তীতেও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম আয়োজন করা হবে।
×