ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আতঙ্ক তৈরি করে এমন ভাষা ব্যবহার করবেন না ॥ ওবামা

প্রকাশিত: ০৯:২৮, ৭ আগস্ট ২০১৯

আতঙ্ক তৈরি করে এমন ভাষা ব্যবহার করবেন না ॥ ওবামা

যে কোন নেতার ঘৃণাসূচক ও বর্ণবাদী বক্তব্য প্রত্যাখ্যানের জন্য যুক্তরাষ্ট্রের সকল নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে ওবামা কারও নাম উল্লেখ করেননি। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী বক্তব্য সহিংসতায় ইন্ধন যোগানোয় বিরল এ মন্তব্য করলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। সোমবার ট্রাম্প প্রতিহিংসা ও শ্বেতাঙ্গ আধিপত্যবাদের নিন্দা জানান। টেক্সাস ও ওহাইওতে বন্দুকধারীর গুলিতে ৩১ জন নিহত হওয়ার পর এক বক্তব্যে তিনি এ নিন্দা জানান। তার সময়ে বন্দুকের মালিকানা নিয়ন্ত্রণে ব্যর্থ হন বারাক ওবামা। ২০১৫ সালে বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে ওবামা স্বীকার করেন যে তার মেয়াদকালে অস্ত্র নিরাপত্তা আইন পাসের ব্যর্থতা সবচেয়ে হতাশাজনক ছিল। বিবিসি। অভিবাসী নিয়ে ট্রাম্পের বিতর্কিত কথা নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকেন ওবামা। কিন্তু সোমবার তিনি এ বিষয়ে একটি বিবৃতি দেন। বিবৃতিতে তিনি বলেন, ‘আমাদের যে কোন নেতার মুখ থেকে আসা ভয়, ঘৃণা ও বর্ণবাদী বক্তব্য; যেসব নেতা অভিবাসীসহ অন্য যারা আমাদের মতো নয় বলে বিদ্রƒপ করে; আমাদের জীবনযাত্রাকে হুমকি দেয় অথবা অন্য লোকদের মানুষ হিসেবে গণ্য করে না অথবা যুক্তরাষ্ট্র শুধু একটি বিশেষ শ্রেণীর মানুষের বলে ইঙ্গিত দেয় তাদের দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করা উচিত আমাদের।
×