ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হাঙর পার্ক

প্রকাশিত: ০৯:০২, ২৭ জুলাই ২০১৯

 হাঙর পার্ক

একদল স্বেত হাঙর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কেন্দ্রীয় উপকূলের পাশে আবাস গেড়েছে। এ ঘটনায় স্থানীয় অধিবাসী ও সৈকতে বেড়াতে যাওয়া লোকজনের মতো বিজ্ঞানীরা বেশ বিমোহিত। সমুদ্র জীববিজ্ঞানীরা কারণ খুঁজে বের করতে চেষ্টা করছেন কেন হাঙররা ক্যালিফোর্নিয়ার মনটেরি বেতে আশ্রয় নিয়েছে। এই হাঙররা সাধারণত য্ক্তুরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের কাছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার স্বাদু পানিতে বসবাস করে। বিজ্ঞানীদের ধারণা সাগরের উষ্ণ তাপমাত্রা হাঙরদের জায়গা পরিবর্তনে ভূমিকা রাখতে পারে।-গার্ডিয়ান
×