ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আশা করব সরকার খালেদার মুক্তির ব্যবস্থা করবে ॥ ফারুক

প্রকাশিত: ০২:০৬, ১৯ জুলাই ২০১৯

আশা করব সরকার খালেদার মুক্তির ব্যবস্থা করবে ॥ ফারুক

অনলাইন ডেস্ক ॥ আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ নামক একটি সংগঠন আয়োজিত ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে নাটকীয়তার প্রতিবাদে’এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, ‘বেগম জিয়ার মুক্তির আন্দোলন বেগবান করতে সহসাই কর্মসূচি গ্রহণ করা হবে। গতকাল বরিশালের মহাসমাবেশে লক্ষাধিক লোকের সমাগম দেখেছে দেশবাসী। আগামীকাল চট্টগ্রামে মহাসমাবেশ হবে, ২৫ তারিখ খুলনায় হবে। সেখানেও লক্ষাধিক লোকের সমাগম ঘটবে। আশা করব, সরকার তার আগেই বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যবস্থা করবে। সেটি না করলে সারা দেশে যে তীব্র আন্দোলন হবে, সেই আন্দোলনে অবশ্যই তাদের গদি নাড়িয়ে দেয়া হবে। ফারুক বলেন, ‘সারা বাংলাদেশের মানুষ আজ মানবেতর জীবনযাপন করছে। ২০১৪ সালের অবৈধ নির্বাচনের পর থেকে বাংলাদেশে যে দলটি ক্ষমতাসীন, সেই দলটির অত্যাচার-নির্যাতনে গুমে, খুনে জর্জরিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং দলটির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। যিনি বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, যিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, সেই নেত্রী আজ মিথ্যা ও বানোয়াট মামলায় কারাগারে। তার মুক্তির দাবিতে আমরা আজকে রাজপথে দাঁড়িয়েছি।‘ তিনি বলেন, ‘কার কাছে আমরা দাবি করব। একটি কাল্পনিক ও অসত্য মিথ্যা মামলায় বেগম জিয়ার এতদিন জেলে থাকার কথা নয়। যদি সত্যিকার অর্থেই এই সরকার মানবিক হতো, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার হতো, তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এতদিন জেলে থাকার কথা নয়। আমরা বারবার এই সরকারের কাছে দাবি করে আসছি, তার মুক্তির।’ জয়নুল আবদিন ফারুক বলেন, ‘সরকার আমাদের নেতাকর্মীদের অত্যাচার করছে। হত্যা করছে, নির্যাতন করছে, ২৫ লাখের অধিক মামলা বহন করে আমাদের নেতাকর্মীরা জীবন-যাপন করছে। আজকে আমাদের নেত্রী অসুস্থ, তার চিকিৎসার জন্য কেন আপনার (প্রধানমন্ত্রী) কাছে বারবার দাবি জানাতে হবে। আপনি যদি একটি প্রাচীন রাজনৈতিক দলের সভাপতি হয়ে থাকেন, মুক্তিযুদ্ধে বেগম খালেদা জিয়ার স্বামীর কথা যদি স্মরণ করতেন, তাহলে আজকে তাকে মিথ্যা মামলায় কারাগারে থাকতে হতো না। তাই আজকে আমরা দাবি করছি, অবিলম্বে তাকে মুক্তি দেয়া হোক আর সেটি না হলে কোনো অঘটনের জন্য আপনাকে দায়ী থাকতে হবে।’ দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন,' আসুন আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে রাস্তায় নেমে পড়ি। যতই অত্যাচার হোক, যতই নির্যাতন হোক, যতই মামলা হোক, বিএনপির ঐক্য আরও জোরদার হচ্ছে, বিএনপির ভীত আরও শক্তিশালী হচ্ছে। আয়োজক সংগঠনের সহ-সভাপতি খলিলুর রহমান ইব্রাহিমের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজীর সঞ্চালনায় মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ফরিদা মনি শহীদুল্লাহ, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম রফিকুল ইসলাম রিপন, এম জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য দেন।
×