ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইরানের আরাক পরমাণু স্থাপনা পুনর্নির্মাণ করে দেবে চীন

প্রকাশিত: ০৮:৩৯, ১ জুলাই ২০১৯

 ইরানের আরাক  পরমাণু স্থাপনা  পুনর্নির্মাণ করে  দেবে চীন

ইরানের আরাক পরমাণু স্থাপনা পুনর্নির্মাণের বিষয়ে চীন তার প্রতিশ্রুতি রক্ষা করবে বলে ঘোষণা করেছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমরাস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক মহাপরিচালক ফু সুং শনিবার বেজিংয়ে বলেছেন, তার দেশ শীঘ্রই আরাক ভারি পানির চুল্লি পুনর্নির্মাণের কাজ শুরু করবে। -ওয়েবসাইট চীন ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতি অটল রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ওই সমঝোতায় ইরানের আরাক ভারি পানির চুল্লি পুনর্নির্মাণের কথা বলা হয়েছে এবং সে দায়িত্ব চীনের হাতে ন্যস্ত করা হয়। ফু সুং বলেন, প্লুটোনিয়াম উৎপাদনের মাত্রা সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্যে আরাক পরমাণু স্থাপনাটি পুনর্নির্মাণ করা হচ্ছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই পদস্থ কর্মকর্তা বলেন, সম্প্রতি ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা নিয়ে ইরানের যে আলোচনা হয়েছে তাতে মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার জন্য সব দেশ আমেরিকাকে দায়ী করেছে। এসব দেশ বলেছে, মার্কিন সরকার ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে ২০১৮ সালে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার কারণেই এ উত্তেজনা সৃষ্টি হয়েছে।
×