ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সম্প্রীতি রক্ষায় আন্তঃধর্মীয় সংলাপ

প্রকাশিত: ০৯:৩৬, ২৯ জুন ২০১৯

 সম্প্রীতি রক্ষায় আন্তঃধর্মীয় সংলাপ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, কোন ধর্মই সন্ত্রাস-জঙ্গীবাদ সমর্থন করে না। ধর্মের নামে যারা মানুষ হত্যা করে, তারা বিপথগামী। সন্ত্রাস-জঙ্গীবাদ প্রতিরোধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুক্রবার দুুপুরে ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ে ‘সন্ত্রাস-জঙ্গীবাদ প্রতিরোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আন্তঃধর্মীয় সংলাপ’ শীর্ষক সভায় এসব কথা বলেন মেয়র। সংলাপে প্রধান বক্তা ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি একেএম হাফিজ আক্তার ও জেলা প্রশাসক হামিদুল হক।
×