ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিএসটিআইর সার্ভিল্যান্স টিম

প্রকাশিত: ০৯:১০, ২৩ জুন ২০১৯

 বিএসটিআইর সার্ভিল্যান্স টিম

শনিবার বিএসটিআইর সহকারী পরিচালক তালাত মাহমুদের নেতৃত্বে ঢাকা দক্ষিণ এলাকায় এবং অপর সহকারী পরিচালক মন্তোষ কুমার দাসের নেতৃত্বে ঢাকা উত্তর এলাকায় দুটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। উভয় অভিযানে বিএসটিআইর নিষিদ্ধ ঘোষিত ২২ পণ্য প্রত্যাহারের বিষয় তদারকি করা হয়। এসময় বৌ বাজার (খিলগাঁও), খিলগাঁও বাজার, গভ. হকার্স মার্কেট (কলোনি বাজার), তেজগাঁও শিল্প এলাকা, ডিএনসিসি মার্কেট, মহাখালী কাঁচা বাজার, বনানী এবং কলমীলতা বাজার, বিজয় সরণি, তেজগাঁও এলাকায় বেশকিছু দোকান থেকে ‘কনফিডেন্স’ ব্রান্ডের আয়োডিন যুক্ত লবণ ৭৪ কেজি, ‘প্রাণ প্রিমিয়াম’ ব্রান্ডের ঘি ৪৭ কৌটা ‘রাঁধুনী’ ব্রান্ডের জিরার গুঁড়া ৩৩ প্যাকেট এবং ‘রাঁধুনী’ ব্রান্ডের ধনিয়ার গুঁড়া ৫৭ প্যাকেট জব্দ করা হয়। -বিজ্ঞপ্তি
×