ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের সেমি না খেলা হবে দুর্ভাগ্যের ॥ শোয়েব

প্রকাশিত: ১০:৪০, ২২ জুন ২০১৯

 বাংলাদেশের সেমি না খেলা হবে দুর্ভাগ্যের ॥ শোয়েব

স্পোর্টস রিপোর্টার ॥ গত বিশ্বকাপে নিজেদের সেরা নৈপুণ্য দেখিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। খেলেছিল কোয়ার্টার ফাইনাল। এবার শুরু থেকেই সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে ইংল্যান্ড বিশ্বকাপ শুরু করে টাইগাররা। আর স্বপ্নটার শুরু হয়েছিল শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ রানের জয় দিয়ে। এখন পর্যন্ত এ বিশ্বকাপের সেরা কয়েকটি ম্যাচ উপহার দিয়েছে মাশরাফি বিন মর্তুজার দল। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়াতে সেমিফাইনালের আশা অনেকটাই ম্লান হয়েছে ৬ ম্যাচে ৫ পয়েন্ট পাওয়ায়। শেষ পর্যন্ত বাংলাদেশ দল সেমি খেলতে না পারলে সেটি দুর্ভাগ্যজনকই হবে বলে মনে করছেন পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার। তিনি মনে করেন বাংলাদেশের নৈপুণ্য মুগ্ধতা ছড়িয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ দলীয় রান ৩৩০ করে জিতেছিল ২১ রানে। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করে হেরেছে দলটি। ইংল্যান্ডের বিপক্ষে হারলেও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সেঞ্চুরি হাঁকিয়ে দলের মান উঁচু করেছেন। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ ওভার ৩ বল হাতে রেখে ৩২২ রানের লক্ষ্য তাড়া করে রেকর্ড গড়ে বাংলাদেশ। সেই ম্যাচেও সেঞ্চুরি করেন সাকিব। নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ৩৮২ রান তাড়া করে বীরের মতো লড়াই করেছে টাইগাররা। টাইগারদের এমন ঈর্ষণীয় নৈপুণ্যে মুগ্ধ শোয়েব আখতার। তিনি বলেন, ‘দল হিসেবে তারা দুর্দান্ত খেলছে। তারা যেভাবে খেলে আসছে, এভাবে খেলে যদি শেষ চারে না যেতে পারে তাহলে এটা সত্যিই দুর্ভাগ্যজনক হবে।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি জিততেই হতো সেমির লড়াইয়ে টিকে থাকার জন্য। সেই ম্যাচ হারের কারণে এখন সেমিরপথ দুর্গম হয়ে উঠেছে বাংলাদেশের। বাকি ৩ ম্যাচ জেতার পাশাপাশি শীর্ষে থাকা চার দলের মধ্যে যে কোন একটিকে বাজে পারফর্মেন্স করতে হবে। তাই বাংলাদেশের সেমিতে খেলার সম্ভাবনা অনেকখানি ম্লান। তবে সবমিলিয়ে এবারের আসরে বাংলাদেশের পারফর্মেন্সে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। তাই তো শোয়েবের চোখে এমন পারফর্ম করে সেমিফাইনালের টিকেট না পাওয়াটা দুর্ভাগ্যজনক। তিনি মনে করেন সাকিব আল হাসান আগে ভাগে সাজঘরে না ফিরলে অস্ট্রেলিয়াকেও হারিয়ে দিতো বাংলাদেশ। শোয়েব বলেন, ‘বাংলাদেশ এখন ৩৫০ রান তাড়া করার ক্ষমতা রাখে। সাকিব যদি থাকতো, তাহলে ম্যাচ জিতেই মাঠ ছাড়তো বাংলাদেশ। দলের সবাই জানে তাদের কোন্ ভূমিকা পালন করতে হবে।’
×