ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইপিও ইস্যুতে কঠোর অবস্থানে বিএসইসি

প্রকাশিত: ১০:৪০, ১৬ জুন ২০১৯

আইপিও ইস্যুতে কঠোর অবস্থানে বিএসইসি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিগত কয়েক বছরে পুঁজিবাজারে দুর্বল কোম্পানির সংখ্যা বেড়েছে। বেশিরভাগ কোম্পানিই পুঁজিবাজারে এসে ভাল করতে পারেনি। উল্টো কিছু কোম্পানির অবস্থান হয়েছে ‘জেড’ ক্যাটাগরিতে। যে কারণে পুঁজিবাজার সংশ্লিষ্টদের প্রশ্নের মুখে পড়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফলে নড়েচড়ে বসেছেন প্রতিষ্ঠান কর্তাব্যক্তিরা। আইপিও অনুমোদনের ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছেন তারা। এদিকে বিএসইসির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। তাদের মতে সংস্থাটির এমন সিদ্ধান্ত বাজারে ভাল শেয়ারের যোগান বাড়াতে ভূমিকা রাখবে। সম্প্রতি বিনিয়োগকারীদের আবেদন ৬৫ শতাংশের কম এবং যোগ্য বিনিয়োগকারীর কোটায় সব শেয়ার বিক্রি না হলে বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পাবলিক ইস্যু রুলস, ২০১৫-এর খসড়া সংশোধনীতে এ নিয়ম করা হয়েছে। জনমত জরিপের জন্য খসড়া সংশোধনীটি বিএসইসি গত রবিবার প্রকাশ করেন। এতে বলা হয়েছে, বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের আবেদন ৬৫ শতাংশের কম জমা পড়লে সংশ্লিষ্ট আইপিও বাতিল হবে। আর ৬৫ শতাংশ বা এর বেশি আবেদন জমা পড়লে বাকি শেয়ার আন্ডার রাইটার নেবে। অন্যদিকে যোগ্য বিনিয়োগকারীর কোটায় সব শেয়ার বিক্রি না হলে আইপিও বাতিল হবে। এদিকে, কোটা সুবিধা নিতে হলে সেকেন্ডারি বাজারে যোগ্য বিনিয়োগকারীদের নির্দিষ্ট অঙ্কের বিনিয়োগ থাকতে হবে। সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগের পরিমাণ কত হবে তা কমিশন প্রতিটি পাবলিক ইস্যুর সম্মতিপত্রে উল্লেখ করে দেবে। এছাড়া আইপিওর আগে ইস্যু করা মূলধন পুরোপুরি ব্যবহার না করে পাবলিক ইস্যুর আবেদন করা যাবে না। অন্যদিকে ফিক্সড প্রাইস পদ্ধতিতে অভিহিত মূল্যের আইপিওর ক্ষেত্রে পাবলিক ইস্যুর পরিমাণ হবে ন্যূনতম ৫০ কোটি টাকা। একইভাবে বুক বিল্ডিংয়ের মাধ্যমে পাবলিক ইস্যুর ক্ষেত্রে এর পরিমাণ হবে কমপক্ষে ১০০ কোটি টাকা। এতে আরও বলা হয়, বুক বিল্ডিংয়ের মাধ্যমে পাবলিক ইস্যুর ক্ষেত্রে যোগ্য বিনিয়োগকারীদের শেয়ারের কোটা বিল্ডিংয়ের মাধ্যমে পুরোপুরি বিক্রি না হলে সেই আইপিও বাতিল হয়ে যাবে। পাবলিক ইস্যু তালিকাভুক্তির আবেদন পাওয়ার ৩০ দিনের মধ্যে দুই স্টক এক্সচেঞ্জকে পাবলিক ইস্যু রুলস বা অন্যান্য সিকিউরিটিজ আইন কিংবা এ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড না মেনে থাকলে এ বিষয়ে কমিশনের কাছে মতামত পাঠাতে হবে। এ সময়ের মধ্যে মতামত না পাঠালে এ বিষয়ে স্টক এক্সচেঞ্জের কোন মতামত নেই বলে ধরে নেয়া হবে। বুক বিল্ডিংয়ের মাধ্যমে পাবলিক ইস্যুর বিডিং চলাকালে বিডারদের নাম কিংবা তাদের প্রস্তাবিত দর প্রদর্শন করা যাবে না। এদিকে আইপিওর ক্ষেত্রে যোগ হচ্ছে ডাচ নিলাম পদ্ধতি। বুক বিল্ডিংয়ের এই পদ্ধতির মাধ্যমে পাবলিক ইস্যুর বিডিংয়ের বিডাররা যে মূল্যে যে পরিমাণ শেয়ার বিড করবেন তাদের সেই মূল্যে সেই পরিমাণ শেয়ার কিনতে হবে। এতে কারসাজি কমবে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। ফিক্সড প্রাইস পদ্ধতিতে অভিহিত মূল্যে পাবলিক ইস্যুর ক্ষেত্রে যোগ্য বিনিয়োগকারীদের বিদ্যমান কোটা ৪০ শতাংশ থেকে কমে ৩০ শতাংশ হবে এবং সাধারণ বিনিয়োগকারীদের (এনআরবি ব্যতীত) কোটা ৪০ শতাংশ থেকে বেড়ে ৫০ শতাংশে দাঁড়াবে। অন্যদিকে বুক বিল্ডিংয়ের ক্ষেত্রে যোগ্য বিনিয়োগকারীদের বিদ্যমান কোটা ৬০ শতাংশ থেকে কমে ৫০ শতাংশ হবে এবং সাধারণ বিনিয়োগকারীদের বিদ্যমান কোটা ৩০ শতাংশ থেকে বেড়ে ৪০ শতাংশে দাঁড়াবে। বিষয়টি নিয়ে কথা বললে পুঁজিবাজার বিশ্লেষক আবু আহমেদ বলেন, বিএসইসির এই সিদ্ধান্ত একটি ভাল সিদ্ধান্ত হয়েছে। এতে পুঁজিবাজারে ভাল ভাল কোম্পানি তালিকাভুক্তির সুযোগ পাবে। এতে বাজারের গভীরতা বাড়বে। পাশাপাশি বাজারে ভাল শেয়ারের যোগান বাড়বে। একই প্রসঙ্গে ডিএসইর পরিচালক রকিবুর রহমান বলেন, পুঁজিবাজারের স্বার্থে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করে যাচ্ছি। বিএসইসির চেয়ারম্যানসহ অন্যরাও কীভাবে বাজার ভাল করা যায় তা নিয়ে কাজ করছেন। আইপিও অনুমোদনের ক্ষেত্রে কঠোরতা আরোপ তারই একটি অংশ। আশা করি বিনিয়োগকারীরা এর সুফল ভোগ করবেন।
×