ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সামষ্টিক অর্থনীতির চিড় সারানোই চ্যালেঞ্জ ॥ সিপিডি

প্রকাশিত: ০৭:১১, ১২ জুন ২০১৯

সামষ্টিক অর্থনীতির চিড় সারানোই চ্যালেঞ্জ ॥ সিপিডি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাজেট ঘোষণার আগে মঙ্গলবার ঢাকার সিরডাপ মিলনায়তনে ‘জাতীয় অর্থনীতির পর্যালোচনা ও আসন্ন বাজেট প্রসঙ্গ’ নিয়ে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) এক সংবাদ সম্মেলনে একথা বলা হয়। বাজেট প্রণয়নের ক্ষেত্রে তিনটি বিষয়ে জোর দিতে সরকারকে সুপারিশ করেছে সিপিডি। এগুলো হল রাজস্ব আহরণ, ব্যাংক খাত সংস্কার এবং টাকার বিনিময় হারকে নমনীয় করা। আওয়ামী লীগের তৃতীয় মেয়াদের সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়নে সিপিডি বলেছিল, তা ছিল ‘উৎসাহহীন, উদ্যোগহীন, উচ্ছ্বাসহীন এবং উদ্যমহীন’। শেখ হাসিনা নেতৃত্বাধীন এই সরকারই দেড়শ দিন পার করার পর ২০১৯-২০ অর্থবছরের বাজেট দিতে যাচ্ছে। বাজেটের চালেঞ্জ নিয়ে সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য্য বলেন, “সামষ্টিক অর্থনীতিতে চিড় ধরছে, এটি রক্ষা করা বড় চ্যালেঞ্জ। “এর ভেতরে তিনটি বিষয়কে জোর দিয়ে নিয়ে এসেছি। একটি হল রাজস্ব আহরণ, ব্যাংকিং খাতে সংস্কার এবং টাকার বিনিময় হারকে নমনীয় করে নিচের দিকে ঠিক করে নিয়ে আসা। আর সামাজিক খাতের ব্যয়ের বিষয়টি তো রয়েছেই।” আওয়ামী লীগের গত ১০ বছরের শাসনকালে অর্থনীতিতে যে অগ্রগতি হয়েছে, তা এখন ‘সীমান্ত রেখায় উপনীত’ বলে মন্তব্য করেন দেবপ্রিয়। প্রবৃদ্ধির হার ও মাথাপিছু আয়ের হারকে ‘ভালো’ বললেও বেসরকারি বিনিয়োগে খরাকেই বড় সমস্যা হিসেবে দেখছে সিপিডি।
×