ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঈদকে সামনে রেখে সুন্দরবনে রেড এ্যালার্ট

প্রকাশিত: ০৯:১৪, ৪ জুন ২০১৯

 ঈদকে সামনে রেখে   সুন্দরবনে রেড  এ্যালার্ট

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বন্যপ্রাণিসহ প্রাণ-প্রকৃতি রক্ষা ও ইকো-ট্যুরিস্টদের ঢল সামাল দিতে সর্বোচ্চ সতর্কতা ‘রেড এ্যালার্ট’ জারি করেছে বন বিভাগ। এছাড়া সুন্দরবনের সকল কর্মকর্তা ও বনরক্ষীদের ঈদের ছুটি সীমিত করা, সর্বক্ষণিক টহলের ব্যবস্থা করা হয়েছে। এই রেড এ্যালার্ট ঈদের সরকারী ছুটির শেষদিন ৮ জুন পর্যন্ত বহাল থাকবে। সোমবার সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, পর্যটন কেন্দ্রগুলোতে ইকো-ট্যুরিস্টদের ঢল সামাল দিতে, পেশাদার চোরা শিকারি ও মৌসুমি শিকার প্রবেশ- বন্যপ্রাণি পাচার রোধে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বনের সকল কর্মকর্তা ও বনরক্ষীদের ঈদের ছুটি সীমিত করা হয়েছে। পাশাপাশি বনের অভ্যন্তরে সর্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। ‘১৮৭৫ সাল থেকে সংরক্ষিত’ সুন্দরবনের আয়তন হচ্ছে ৬ হাজার ১৭ বর্গ কিলোমিটার। বিশ্ব ঐতিহ্য এলাকা (ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড) সংরক্ষিত সুন্দরবন প্রাণ-প্রকৃতির আধার। বাংলাদেশের সমগ্র বনাঞ্চলের অর্ধেকের বেশি হচ্ছে সুন্দরবন। সুন্দরবনে বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার, চিত্রল ও মায়াবি হরিণ, কিং-কোবরা, বানর, গুইসাপসহ প্রায় ১০০ প্রজাতির স্তন্যপায়ী ও সরিসৃপ, ৮ প্রজাতির উভচরসহ ৩২০ প্রজাতির বন্যপ্রাণির বসবাস।
×