ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈদ জামাত কোথায় কখন

প্রকাশিত: ০৯:০৯, ৪ জুন ২০১৯

ঈদ জামাত কোথায় কখন

জনকণ্ঠ ডেস্ক ॥ পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজের জামাত কখন, কোথায় অনুষ্ঠিত হবে সেসব নিয়ে খবর পাঠিয়েছেন আমাদের স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতারা- . চট্টগ্রাম চট্টগ্রাম মহানগরীতে এবার সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ঈদ-উল-ফিতরের ১৬৪টি জামায়াত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ও প্রধান জামায়াত হবে সকাল ৮টায় জমিয়তুল ফালাহ জামে মসজিদ ময়দানে। এরপর একই মাঠে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় ঈদ জামাত। প্রধান জামাতে ইমামতি করবেন হযরতুল আল্লামা আলহাজ সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী এবং একই স্থানে দ্বিতীয় জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ্’র পেশ ইমাম হাফেজ মাওলানা আহমুদুল হক। বাকলিয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্টেডিয়ামে প্রথম ঈদ জামাত হবে সকাল ৮টায়। লালদীঘি সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদে ঈদ জামাত হবে সকাল ৮টা ৩০ মিনিটে। জালালাবাদ আরেফিন নগর সিটি কর্পোরেশন কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের ঈদ জামাত হবে সকাল ৮টা ১৫ মিনিটে। প্রাকৃতিক দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে মাঠের পরিবর্তে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া নগরীর ৪১টি ওয়ার্ডে কর্পোরেশনের কাউন্সিলরগণের তত্ত্বাবধানে ১টি করে প্রধান ঈদ জামাত ও অন্যান্য ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ওয়ার্ড ওয়ারী ঈদ জামাতের স্থানগুলো হচ্ছে হযরত শেখ ফরিদ (রঃ) চশমা চসিক জামে মসজিদ ঈদগাহ ময়দান, হযরত খাজা মুফতি গরীবুল্লাহ শাহ্ (রঃ) মাজার সংলগ্ন ঈদগাহ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, চট্টগ্রাম শাহী জামে মসজিদ,কোরবানীগঞ্জ জামে মসজিদ, বলুয়ারদীঘির পূর্বপাড়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন সুগন্ধা জামে মসজিদ, খোশাল শাহ্ ঈদগাহ ময়দান,ফতেয়াবাদ ঈদগাহ ময়দান, শেরশাহ কলোনি প্রধান ঈদগাহ ময়দান, বদর পীর ঈদগাহ ময়দান, হযরত সুলতান বায়েজিদ বোস্তামী (রঃ) দরগাহ মসজিদ ময়দান, বায়েজিদ বোস্তামী (রঃ) মাজার মসজিদ, বালুচড়া মসজিদ ঈদগাহ ময়দান, কুলগাঁও সিটি কর্পোরেশন স্কুল ও কলেজ ময়দান, পাঁচলাইশ সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয় মাঠ, চালিতাতলী ঈদগাহ ময়দান, ওয়াজেদিয়া মাইজ্যাবিবি শাহী জামে মসজিদ ময়দান,ওয়াজেদিয়া হাই স্কুল মাঠ, সৈয়দ নগর প্রাথমিক বিদ্যালয় মাঠ, হাজীরপুল বায়তুল নূর জামে মসজিদ ঈদগাহ ময়দান, বহদ্দারহাট, ওয়াপদা কলোনি ময়দান, নুরজ্জমান নাজিরবাড়ী জামে মসজিদ, বায়তুল ইকরাম জামে মসজিদ, আল আমিনবারিয়া মাদ্রাসা ময়দান, আজম জামেয়া উলুম প্রাথমিক বিদ্যালয় মাঠ, তৈয়বিয়া জামে মসজিদ, কাদেরীয়া জামে মসজিদ, পূর্ব ষোলোশহর, গাজী শাহ জামে মসজিদ ময়দান, গাজী জামে মসজিদ মাইজ পাড়া, আমিন কলোনি জুট মিলস মসজিদ, জাঙ্গালপাড়া শাহী জামে মসজিদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা জামে মসজিদ, খতিবেরহাট জামে মসজিদ, পূর্ব নাসিরাবাদ শাহী জামে মসজিদ, বিবিরহাট ষোলোশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা ময়দান, মাদানী শাহী জামে মসজিদ, নাসিরাবাদ সরকারী স্কুল ময়দান, মোহাম্মদপুর মুরাদপুর চত্বর, মুরাদপুরস্থ বিশ্বরোড চত্বর, ভেলুয়ারদীঘি জামে মসজিদ ঈদগাহ ময়দান, পশ্চিম ফিরোজ শাহ ঈদগাহ মাঠ, ইস্পাহানি জামে মসজিদ, নেছারিয়া আলিয়া মাদ্রাসা ময়দান,পাহাড়তলী বালিকা উচ্চ বিদ্যালয় ময়দান, কালুরঘাট ইস্পাহানী জুট মিল জুমা মসজিদ ময়দান, উত্তর কাট্টলী মোস্তফা হাকিম কলেজ ময়দান, উত্তর কাট্টলী বিশ্বাসপাড়া জামে মসজিদ, সাগরিকা কেন্দ্রীয় জামে মসজিদ, বি-ব্লক বায়তুল আজিম জামে মসজিদের পাশে এক্স ক্লাব ময়দান, ছদু চৌধুরীবাড়ি জামে মসজিদ, মোসেন চৌধুরীবাড়ি জামে মসজিদ, থানা ময়দান ঈদগাহ, পি এইচ আমিন একাডেমি স্কুল ময়দান ফইল্যাতলী বাজার, সরদার বাহাদুর নগর ঈদগাহ ময়দান, ওমর গণি এমইএস কলেজ ময়দান, ওয়ার্লেস কলোনি পুরাতন জামে মসজিদ, চাঁনমারী রোডস্থ কাঁচাবাজার প্রধান ঈদ জামাত, মেহেদীবাগ সিডিএ কলোনি জুমা মসজিদ, রেলওয়ে পলোগ্রাউন্ড ময়দান, প্যারেড ময়দান, পূর্ব নাসিরাবাদ বিপ্লব উদ্যান জামে মসজিদ, দেওয়ান বাজার সিএন্ডবি কলোনি জামে মসজিদ ঈদগাহ ময়দান, মেডিকেল কলেজ মসজিদ ময়দান, দারুল উলুম আলিয়া মাদ্রাসা ময়দান, সুজারমা জামে মসজিদ, চেয়ারম্যানঘাটা, বায়তুল মামুর জামে মসজিদ, মোজাহেরুল উলুম মাদ্রাসা ময়দান, মিয়াখান নগর, মধ্যম বাকলিয়া ফোরকানিয়া মাদ্রাসা ময়দান, আবদুল লতিফহাট, মিয়াখান সদর মসজিদ, বেলাখান সদর মসজিদ, মিয়াখান নগর, আতরজান জামে মসজিদ, ঘাটফরহাদবেগ, নুর মোহাম্মদ সওদাগর মসজিদ ইসহাকের পোল, চারতলা জামে মসজিদ, লালু মাঝিরবাড়ি কোরবানীগঞ্জ, মোমবাতিগলিস্থ এয়াকুব আলী সওদাগর জামে মসজিদ, ফকির মোহাম্মদ জামে মসজিদ, মাছুয়া ঝর্ণা লেন, রুমঘাটা জামে মসজিদ, খলিফাপট্টি বায়তুন নূর জামে মসজিদ, কাজী সৈয়দ জামে মসজিদ, সাব এরিয়া, এনায়েত বাজার শাহী জামে মসজিদ, রেলওয়ে হাসপাতাল কলোনি শাহী জামে মসজিদ, রহমতগঞ্জ বাংলা কলেজ মাঠ (শিশুবাগ), খান শাহ্ মসজিদ বায়তুল সড়ক জুমা মসজিদ ময়দান, সাংবাদিক কোঃ হাউজিং সোসাইটি জামে মসজিদ, শের শাহ বায়েজিদ (৮: ৩০মি.), জুনশাহ্ (রাঃ) শাহী জামে মসজিদ, ঈদগাহ কারবালার ময়দান, কাশেম ভা-ারী শাহী জামে মসজিদ, উত্তর হালিশহর হাউজিং বায়তুল আজিম কমপ্লেক্স ময়দান, বেপারিপাড়া ঈদগাহ ময়দান (আলপনা কমিউনিটি সেন্টারের পাশে), আগ্রাবাদ সরকারী কমার্স কলেজ চত্ব¡র, খানসাহেব আবদুল হাকিম মিয়া মসজিদ, মনছুরাবাদ, মাদারবাড়ী জামে মসজিদ, মাদারবাড়ী পাম্প হাউস জামে মসজিদ, সাগরিকা গরুর বাজার চসিক জামে মসজিদ, সদরঘাট মনোহরখালী বন্দর কলোনি ময়দান, সিডিএ আগ্রাবাদ আঞ্চলিক এলাকা ময়দান, উত্তর নালাপাড়া সিটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ময়দান, ফকিরহাট শেখ লতিফ চৌধুরী জামে মসজিদ, স্টেশন রোড জুমা মসজিদ ময়দান, কলেজিয়েট হাই স্কুল ময়দান, হযরত শাহ ছুফী আমানত (রঃ) মসজিদ ময়দান, মাঝিরঘাট শাহ বিবি মসজিদ, আলহাজ ছুফী সোবহান সওদাগর জামে মসজিদ ময়দান, পাথরঘাটা ব্রিকফিল্ড রোড, সিএন্ড বি জামে মসজিদ, পাথরঘাটা মধু বেপারি জামে মসজিদ, নজুমিয়া লেন, ছজওয়ার খাঁন পেশকার জামে মসজিদ, তালেবিয়া শাহী জামে মসজিদ এবং হযরত ওয়াস কুরুনী। . খুলনা ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায় খুলনা সার্কিট হাউজ ময়দানে এবং দ্বিতীয় ও শেষ জামাত খুলনা টাউন জামে মসজিদে সকাল নয়টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে টাউন জামে মসজিদে প্রথম ও প্রধান জামাত সকাল আটটায়, দ্বিতীয় জামাত নয়টায় এবং তৃতীয় ও শেষ জামাত ১০টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে কোর্ট জামে মসজিদে সকাল সাড়ে আটটায় একটি জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া বসুপাড়া ইসলামাবাদ ঈদগাহ ময়দান, খুলনা আলিয়া কামিল মাদ্রাসা জামে মসজিদ, নিউমার্কেটস্থ বায়তুন-নূর মসজিদ কমপ্লেক্সে, খালিশপুর ঈদগাহ ময়দান, সোনাডাঙ্গা আবাসিক এলাকা (২য় ফেজ), বায়তুল্লাহ জামে মসজিদ, নিরালা আবসিক এলাকা ঈদগাহ, খানজাহান নগর খালাসী মাদ্রাসা ঈদগাহ, দৌলতপুর ঈদগাহসহ অন্যান্য মসজিদ ও ঈদগাহসমূহে সংশ্লিষ্ট কমিটি দ্বারা নির্ধারিত সময় অনুযায়ী ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ে ঈদের নামাজের জামাত সকাল সাড়ে ৭টায় ক্যাম্পাসে নির্মাণাধীন নতুন কেন্দ্রীয় মসজিদে এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে একই সময়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। অনুরূপভাবে খুলনার ৯ উপজেলা ও দুটি পৌরসভা এলাকার ঈদগাহ মাঠ ও মসজিদগুলোতে সকাল সাড়ে ৭টা থেকে ৯টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। . রাজশাহী রাজশাহীতে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী শাহ্ মখদুম (রহঃ) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। বৈরী আবহাওয়া বিরাজ করলে একই সময়ে হযরত শাহ্ মখদুম (রহঃ) দরগা মসজিদে একাধিক ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। নগরীতে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় নগরীর নওদাপাড়া আমচত্বর আহলে হাদিস মাঠে। এরপর সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় যেসব ঈদ জামাত অনুষ্ঠিত হবে- নগরীর সাহেববাজার বড় রাস্তা, টিকাপাড়ায় (মহানগর) ঈদগাহ, হাজী লাল মুহাম্মদ ঈদগাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঈদগাহ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঈদগাহ, বুলনপুর ঈদগাহ, মসজিদ-ই-নূর ঈদগাহ, কয়েরদাড়া ঈদগাহ, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, ডিঙ্গাডোবা ঈদগাহ মাঠ, কাশিয়াডাঙ্গা সিটি গেট ঈদগাহ, কাশিয়াডাঙ্গা ঈদগাহ, মির্জাপুর পূর্বপাড়া ঈদগাহ, ফিরোজাবাদ ঈদগাহ এবং বালিয়াপুকুর জামে মসজিদ। সকাল সোয়া ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে- বিভাগীয় স্টেডিয়াম (তেরখাদিয়া) ঈদগাহ, শিরোইল সরকারী হাই স্কুল ঈদগাহ, মালদা কলোনি ঈদগাহ, শিরোইল স্কুল ঈদগাহ এবং রামচন্দ্রপুর মহলদার পাড়া ঈদগাহ। সকাল সাড়ে ৮টায় রাজশাহী জজ কোর্ট ঈদগাহ, লক্ষীপুর ভাটাপাড়া ঈদগাহ, রায়পাড়া বশরী ঈদগাহ, কাঠালবাড়ীয়া ঈদগাহ, রায়পাড়া ঈদগাহ, রাজশাহী কোর্ট স্টেশন ঈদগাহ, শালবাগান গণপূর্ত মাঠ, মোল্লাপাড়া ঈদগাহ, লক্ষীপুর ভাটাপাড়া ঈদগাহ মাঠ, কোর্ট বুলনপুর ঈদগাহ মাঠ, খোজাপুর গোরস্তান ঈদগাহ মাঠ, সাতবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ, জাহাজঘাট মোড় ঈদগাহ মাঠ, খোজাপুর ১নং ঈদগাহ, পাঁচানী ঈদগাহ মাঠ সাতবাড়িয়া ঈদগাহ, বিনোদপুর আহলে হাদিস জামে মসজিদ, শহীদবাগ জামে মসজিদ, মেহেরচন্ডি বুধপাড়া কেন্দ্রীয় ঈদগাহ এবং ধরমপুর মধ্যপাড়া ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। . বরিশাল নগরীর শতাধিক ঈদগাহ ও মসজিদে ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। নগরীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় নগরীর বান্দরোডের বরিশাল হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। এছাড়া নগরীর প্রধান চারটি মসজিদ কেন্দ্রীয় কশাই জামে মসজিদের উদ্যোগে আসমত আলী খান (একে) স্কুল মাঠে ঈদের নামাজের প্রথম জামাত সকাল সাড়ে আটটায়, দ্বিতীয় জামাত সকাল ১০টায়। বায়তুল মুকাররম জামে মসজিদে সকাল নয়টা ও ১০টায়, এবায়দুল্লাহ জামে মসজিদে সকাল নয়টা ও ১০টায়, পুলিশ লাইনস জামে মসজিদে সকাল সাড়ে আটটায় প্রথম ও সাড়ে নয়টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরীফে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়, উজিরপুরের গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্সে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল নয়টায়। . বগুড়া বগুড়ায় ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সূত্রাপুরে নগরীর কেন্দ্রীয় সম্প্রসারিত ঈদগাহে সকাল ন’টায়। মহাস্থানগড়ে মাজারের সামনে ডিগ্রী কলেজ মাঠে ঈদের নামাজ হবে সকাল সোয়া ন’টায়। ভারি বৃষ্টিপাত হলে নগরীতে ঈদের প্রথম জামাত হবে নিউমার্কেটে অবস্থিত কেন্দ্রীয় বড় জামে মসজিদে সকাল ন’টায়। দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে ন’টায়। এরপরও অপেক্ষমাণ মুসল্লি থাকলে আরেকটি জামাত হবে সকাল পৌনে দশটায়। প্রতিকূল আবহাওয়ায় সূত্রাপুর সাতানী মসজিদে প্রথম জামাত হবে সকাল সাত টায়, দ্বিতীয় জামাত সাড়ে সাতটায় ও তৃতীয় জামাত পৌনে আটটায়। ঈদের দিনে ভারি বৃষ্টিপাত হলে নগরী ও শহরতলীর প্রতিটি পাড়া ও মহল্লার জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে স্থান সঙ্কুলান না হলে একাধিক জামাতের ব্যবস্থা রাখা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে নগরী ও শহরতলীর ঠনঠনিয়া, সুলতানগঞ্জপাড়া, নারুলী, চকসূত্রাপুর, চেলোপাড়া, সাবগ্রাম, গোকুল, ফুলতলা, ফুলবাড়ি ঈদগাহ, আটাপাড়া আল্লামিয়াতলা ঈদগাহ, মোস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা মাঠ করোনেশন স্কুল মাঠ, আলতাফুন্নেছা খেলার মাঠ, সরকারী আজিজুল হক কলেজের পুরাতন ভবন মাঠ, পুলিশ লাইন্স ময়দানে সকাল ৮টা থেকে সাড়ে ন’টার মধ্যে ঈদের জামাত হবে। . সিরাজগঞ্জ সিরাজগঞ্জে পবিত্র ঈদ-উল-ফিতরের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে দেড় শ’ বছরের পুরাতন শহরের খান সাহেবের ঈদগাহ মাঠে। সিরাজগঞ্জ পৌরসভা পরিচালিত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এছাড়াও পৌরসভা পরিচালিত মালশাপাড়া কবরস্থান মাঠে সকাল সাড়ে ৯টা, রহমতগঞ্জ সুতাকল মাঠ, চররায়পুর এবং আমলাপাড়া ঈদগাহ মাঠে জামাত সকাল ৯টায় এবং পুলিশ লাইন্স মাঠে সকাল ৯টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। . বাগেরহাট বাগেরহাটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে। ঈদের দিন সকাল ৮টায় ষাটগম্বুজ মসজিদে বাগেরহাটের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে ৮টা ৪৫ মিনিটে। এ ছাড়া সকাল ৮টা ১০ মিনিটে বাগেরহাট শহরের আলিয়া মাদ্রাসা ঈদগাহ, খারদ্বার ঈদগাহ ৮টা ১৫ মিনিটে, মিঠা পুকুর পাড় জামে মসজিদ ৮টা ১৫ মিনিটে, পুরাতন কোর্ট জামে মসজিদ ৮টা ৩০ মিনিটে, হজরত খানজাহানের (র.) দরগায় ৮টা ৩০ মিনিটে, পুলিশ লাইন জামে মসজিদে ৮টা ৩০ মিনিটে, খানজাহানিয়া বায়তুল ফালাহ জামে মসজিদে ৮টা ১৫ মিনিটে, নতুন কোর্ট মসজিদে ৮টা ৩০ মিনিটে, রেলওয়ে জামে মসজিদে ৮টা ১৫ মিনিটে, পিসি কলেজ জামে মসজিদে ৮টা ১০ মিনিটে, সরুই হাজী আরিফ মসজিদ ময়দান ৮টা ১৫ মিনিটে, সোনাতলা আউলিয়াবাদ মসজিদে ৮টা ৩৫ মিনিটে, পিটি আই মসজিদে ৮টা ১০ মিনিটে ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। . গাইবান্ধা প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে গাইবান্ধার পৌর গোরস্থান মসজিদে সকাল পৌনে ৯টায়। এছাড়া কেন্দ্রীয় ঈদগা মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এনএইচ মডার্ন হাইস্কুল মাঠ, পুলিশ লাইন ময়দান, পুলবন্দী ঈদগা মাঠ, রেল স্টেশন জামে মসজিদ, গাওছুল আযম জামে মসজিদ, ডেভিডকোম্পানীপাড়া জামে মসজিদ, ফকিরপাড়া জামে মসজিদ, খানকা শরীফ মাদ্রাসা মসজিদ, গোবিন্দপুর জামে মসজিদ, ভিএইড রোড জামে মসজিদ, সুখ নগর জামে মসজিদ, ব্রিজ রোড আহলে হাদীস জামে মসজিদ, গাইবান্ধা সরকারী কলেজ জামে মসজিদসহ পৌরসভার বিভিন্ন মসজিদ ও ঈদগা মাঠে ঈদের জামাত সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যেই অনুষ্ঠিত হবে বলে জেলা ইমাম সমিতি সূত্রে জানা গেছে। . ঝিনাইদহ ঝিনাইদহে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় উজির আলী স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। দ্বিতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় শহরের সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ঈদগাহ ময়দানে। . নীলফামারী পবিত্র ঈদ-উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৩০ মিনিটে নীলফামারী জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এর আগে জেলার প্রথম জামাত অনুষ্ঠিত হবে নীলফামারী পুলিশ লাইন্স মাঠে সকাল সাড়ে ৮টা ১৫ মিনিটে। এছাড়াও সকাল ৮টা ৪৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সার্কিট হাউস ঈদগাহ মাঠে। সকাল ৯টায় কুখাপাড়া (ধনীপাড়া) ঈদগাহ মাঠ, বাড়াইপাড়া নতুন জামে মসজিদ ঈদগাহ মাঠে, জোরদরগাঁ ঈদগাহ মাঠ , কলেজ স্টেশন ঈদগাহ মাঠ ও গাছবাড়ি পঞ্চপুকুর ঈদগাহ মাঠে ও সকাল ৯টা ১৫ মিনিটে মুন্সীপাড়া আহলে হাদিছ ঈদগাহ মাঠে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত সকাল ৯টায় বড় মসজিদে অনুষ্ঠিত হবে। অন্যান্য ঈদগাহ মাঠের জামাত সংশ্লিষ্ট এলাকার মসজিদে অনুষ্ঠিত হবে। . নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ নগরীর মাসদাইর এলাকার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, পার্শ্ববর্তী একেএম শামসুজ্জোহা স্টেডিয়াম ও মাঝের সড়কটি একত্রিত করে ঈদ-উল-ফিতরের বৃহৎ জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এদিকে নগরীর খানপুর ৩০০ শয্যা হাসপাতাল সড়কের ঈদের প্রথম জামাত সকাল ৮টা এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। সিদ্ধিরগঞ্জপুল এলাকায় মিজমিজি পাইনাদী কেন্দ্রীয় কবরস্থান কমপ্লেক্স ঈদগাহ মাঠে সকাল ৮টায়, মাদানীর নগর দারুল উলুম মাদ্রাসায় সকাল সাড়ে ৭টায় ও নিমাইকাশারী বাজার মসজিদে ৮টায় ও নুরবাগ জামে মসজিদে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বন্দর উপজেলার নবীগঞ্জ ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সাড়ে ৮টায় ও কদমরসুল দরগা শরীফে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনু্িষ্ঠত হবে। সোনারগাঁও উপজেলা ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়, মরিশটেক কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, সাদিপুর নানাখি ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ও বড়গাঁও কবরস্থান ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় ও বরগাঁও চেয়ারম্যানপাড়া ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টা ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও আড়াইহাজার পৌর ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৯টায়, কাইমপুর ঈদগাহে সকাল সাড়ে ৯টায়, পাঁচগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯টায়, গোপালদি পৌর ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়, আড়াইহাজার আলিয়া মাদ্রাসা ঈদগাহ মাঠে সকাল ৯টায় ও শম্বপুরা উচ্চ বিদ্যালয় ঈদগাহে সকাল সাড়ে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। . চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জে জেলা শহরে সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে শহরের ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। শহরের ফকিরপাড়া ছাড়াও টিকরামপুরে অনুষ্ঠিত হবে আহলে হাদিসের সব চেয়ে বড় জামাত। এ ছাড়াও একই সম্প্রদায়ের অনুষ্ঠিত হবে জামাত নতুন হুজরাপুরে নদীর ধারে বিজিবি ক্যাম্প সংলগ্ন ঈদগাহ মাঠে। তবে আবহাওয়া খারাপ থাকলে ফকিরপাড়ার জামাত অনুষ্ঠিত হবে স্থানীয় একটি বড় মসজিদে। সকাল আটটার দিকে এই জামাত অনুষ্ঠিত হবার কথা। ইসলামপুর টাউন হাইস্কুল মাঠেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে প্রায় একই সময়ে। এ ছাড়াও দ্বারিয়াপুর ঈদগাহ মাঠ, রাজারামপুরস্থ বিশ্বাস পাড়া বতু মিঞা আম বাগান, ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল নয় টার দিকে।
×