ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

ছুরিকাঘাতে যুবক খুন সিলেটে

প্রকাশিত: ১৩:১৭, ৩১ মে ২০১৯

ছুরিকাঘাতে যুবক খুন সিলেটে

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ শহরতলীর শাহপরান গেটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুল জব্বার জামাল (২০) নামের এক যুবক খুন হয়েছে। বৃহস্পতিবার ইফতারের পূর্ব মুহূর্তে কটূক্তির জের ধরে অপর যুবকের ছুরিকাঘাতে জব্বার নিহত হয়। আব্দুল জব্বার জামাল শাহপরানের বিআইডিসি বহর কলোনির নজরুল ইসলাম তারা মিয়ার ছেলে। শাহপরান থানার পুলিশ জানায়, নাম নিয়ে কটূক্তির জের ধরে সমবয়সী আরেক যুবক জামালকে ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর ওই ঘাতক যুবক পালিয়ে যায়।
×