ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশে বিদ্যুত উৎপাদনে নতুন রেকর্ড

প্রকাশিত: ১২:৩৬, ৩০ মে ২০১৯

 দেশে বিদ্যুত উৎপাদনে নতুন রেকর্ড

স্টাফ রিপোর্টার ॥ দেশে বিদ্যুত উৎপাদনের নতুন রেকর্ড হয়েছে। বুধবার রাত ৯টায় ১২ হাজার ৮৯৩ মেগাওয়াট উৎপাদন হয়েছে। এখন পর্যন্ত এটিই দেশের সর্বোচ্চ বিদ্যুত উৎপাদন। এর আগে গত ২১ মে দেশে প্রথমবারের মতো সাড়ে ১২ হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদন হয়। রাতে বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড-পিডিবি’র পরিচালক ( জনসংযোগ) সফুল হাসান চৌধুরী এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান। পিডিবি এবং পিজিসিবি দাবি করছে বুধবার রাতে দেশের কোথাও লোডশেডিং হয়নি চাহিদা অনুযায়ী দেশে বিদ্যুত উৎপাদন হচ্ছে। এখন দেশের বিদ্যুত উৎপাদন ক্ষমতা ১৮ হাজার মেগাওয়াট (ক্যাপটিভ ছাড়া)। তবে ক্যাপটিভসহ এই উৎপাদন ক্ষমতা ২১ হাজার মেগাওয়াটের কাছাকাছি। এখন প্রতিদিন বিতরণ কোম্পানিগুলো যে চাহিদা দিচ্ছে সেই অনুযায়ী বিদ্যুত উৎপাদন করছে পিডিবি।
×