ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গরম থেকে বাঁচতে...

প্রকাশিত: ০৯:০৯, ২৬ মে ২০১৯

 গরম থেকে বাঁচতে...

গরম থেকে বাঁচতে মানুষের চেষ্টার শেষ নেই। গুজরাটের আহমেদাবাদ শহরের এক নারী গরম ঠেঁকাতে যা করেছেন তা সত্যিই অভিনব। রুপেশ গৌরাঙ্গ দাশ নামের এই নারী তার ব্যবহৃত চকচকে সিডান গাড়িটি গোবর দিয়ে লেপে দিয়েছেন। ৪৫ বছর বয়সী রুপেশের দাবি, গাড়িটি গোবর দিয়ে লেপায় এসি ছাড়াই তিনি চলাচল করতে পারছেন। গাড়ির মধ্যে সুন্দর ঠান্ডা পাওয়া যাচ্ছে। তিনি বলেন, গোবর দেয়ায় পরিবেশ দূষণ রোধ হচ্ছে, জলবায়ুর উষ্ণায়ন প্রতিরোধ সম্ভব হচ্ছে। গোবর লেপা গাড়ির ছবি ইতোমধ্যে অনলাইনে ভাইরাল হয়েছে। আহমেদাবাদের বর্তমান গড় তাপমাত্রা ৪৫ ডিগ্রী সেলসিয়াস। -এনডিটিভি
×