ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তৃণমূলের ঘাড়ে বিজেপির নিশ্বাস

প্রকাশিত: ০৯:৫৮, ২৪ মে ২০১৯

 তৃণমূলের ঘাড়ে বিজেপির নিশ্বাস

ভারতের স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গ বরাবর সিপিএম আর তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। কংগ্রেস ও বিজেপি দীর্ঘ চেষ্টা করেও এ রাজ্যে ভাল অবস্থানে আসতে পারেনি। এবার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ রাজ্যের ৪২ আসনই নিজেদের দখলে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহর পরিকল্পনার কাছে পুরোপুরি ধরাশায়ী হয়েছেন তিনি। এ রাজ্যে এবার তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি। ৪২ আসনের প্রায় সব কটিতেই এবার তৃণমূল-বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। অনেক আসনে এবার অল্প ব্যবধানে জিতেছেন মমতার প্রার্থীরা। তবে এ রাজ্যে দীর্ঘদিন ক্ষমতায় থাকা বামরা অনেক আসনে উল্লেখযোগ্য ভোট পায়নি। কয়েকটি আসনে কংগ্রেস ভাল করেছে। খবর এনডিটিভি অনলাইনের। শতাংশের বিচারে পশ্চিমবঙ্গে ভোটপ্রাপ্তির নিরিখে চমক দেখিয়েছে বিজেপি। এ রাজ্যে বিজেপির ভোটপ্রাপ্তির হার ৩৯ শতাংশের কাছাকাছি। শাসক দলের ভোটপ্রাপ্তির এই হার বেশ কিছুটা মিলছে ২০০৯ সালের নির্বাচনের সঙ্গে। সে নির্বাচনে বামদের বিপর্যস্ত করে তৃণমূল ইঙ্গিত দিয়েছিল, বাংলার ক্ষমতার অলিন্দে পরিবর্তন আসন্ন। তৃণমূলের ভোটপ্রাপ্তির হার ছিল ৩১.১৮ শতাংশ। তবে সেবার রাজ্যের ২৮টি আসনে তৃণমূল লড়েছিল। বাকি ১৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তৃণমূলের তৎকালীন জোটসঙ্গী কংগ্রেস এবং কংগ্রেস সেবার পেয়েছিল ১৩.৪৫ শতাংশ ভোট। আর বাংলার তদানীন্তন শাসক দল বামফ্রন্টের প্রাপ্ত ভোটের হার সেবার ছিল ৪৩.৩০ শতাংশ। অর্থাৎ, এবার তৃণমূল যে রকম ভোট পেতে পারে বলে ইঙ্গিত মিলছে, তার কাছাকাছিই।
×