ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তুলে নেয়া হচ্ছে স্টিক ডুডল্স নুডল্স

প্রকাশিত: ০৮:৩৩, ২১ মে ২০১৯

 তুলে নেয়া হচ্ছে স্টিক  ডুডল্স নুডল্স

কিছুদিন পূর্বে বিএসটিআই কর্তৃপক্ষ খোলা বাজার থেকে ডুডল্স স্টিক নুডল্সের নমুনা সংগ্রহ করে সংশ্লিষ্ট বাংলাদেশ মান (বিডিএস ১১০৬:২০০১) অনুযায়ী পরীক্ষা করে শুধুমাত্র (আর্দ্রতা বা পানির পরিমাণ) সর্বোচ্চ ১০ শতাংশ এর পরিবর্তে ১১.০১ শতাংশ পাওয়া যায় যা বিএসটিআই সংশ্লিষ্ট মান অনুযায়ী কিছুটা বেশী পাওয়া গেলেও তা মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। যদিও উক্ত ব্যাচের সংরক্ষিত স্টিক নুডল্সের নমুনা আমরা আমাদের নিজস্ব পরীক্ষাগারে পরীক্ষা করে ফলাফল বিএসটিআই নির্ধারিত মান অনুযায়ী পাই এবং বিএসটিআই কর্তৃপক্ষকে আমাদের ডুডল্স স্টিক নুডল্স পণ্যটি পুনঃপরীক্ষা করার জন্য অনুরোধ করে আবেদন করেছি। নিউজিল্যান্ড ডেইরির কর্তৃপক্ষ পণ্যটি আপাতত বাজার থেকে তুলে নিচ্ছে।-বিজ্ঞপ্তি
×