ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাগরপুরে নিষিদ্ধ তামাক চাষ বাড়ছে

প্রকাশিত: ১২:১৯, ১৫ মে ২০১৯

নাগরপুরে নিষিদ্ধ তামাক চাষ বাড়ছে

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ টাঙ্গাইলের নাগরপুরে কোনভাবেই কমছে না ক্ষতিকর নিষিদ্ধ তামাকের চাষ। রীতিমতো বসছে তামাক বেচাকেনার হাট। ক্ষতির কথা জেনেও শুধু বেশি লাভের আশায় তামাক চাষের দিকে ঝুঁকছে কৃষকরা। এতে করে একদিকে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছে। পাশাপাশি কৃষকরাও ভুগছে নানা ধরনের স্বাস্থ্য সমস্যায়। জানা যায়, এক সময় উপজেলার চরাঞ্চলখ্যাত মোকনা ও পাকুটিয়া ইউনিয়নের জমিতে চাষকরা হতো ধান, পাট, গমসহ নানা ধরনের শাক-সবজির আবাদ হতো। কিন্তু গত কয়েক বছর ধরে বিভিন্ন সিগারেট, বিড়ি ও জর্দ্দা কোম্পানির প্রলোভনে পড়ে নাগরপুর উপজেলার মোকনা ও পাকুটিয়া ইউনিয়নের ধলেশ্বরী নদী তীরবর্তী এলাকার কৃষকরা শুরু করেছে বিষাক্ত তামাক চাষ। চাষে খরচ কম, লাভ বেশি। তাই অতিরিক্ত মুনাফার আশায় ক্ষতির কথা চিন্তা না করে কৃষকরা দিন দিন ঝুঁকে পড়ছে তামাক চাষে। তাছাড়া তামাক চাষে কারগিল নামক সার প্রয়োগের ফলে চাষী ও তার পরিবারের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এতে একদিকে যেমন পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে, ফসলি জমি উর্বর শক্তি হারাচ্ছে। সেই সঙ্গে কৃষকরা ভুগছে নানা ধরনের জটিল স্বাস্থ্য সমস্যায়। সরেজমিনে উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুরে অস্থায়ীভাবে বসা দুটি হাটে গিয়ে দেখা যায়, সেখানে ব্যারেল বেঁধে কৃষকরা দূর-দূরান্ত থেকে তাদের উৎপাদিত তামাক নিয়ে আসছে। আর সেখানে অপেক্ষারত বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা (যাদের সঙ্গে আগে থেকেই কৃষকদের চুক্তি করা) তামাক দেখে দাম নির্ধারণ করে নিচ্ছে। ইউনাইটেড ঢাকা টোব্যাকোর মাধ্যমে এবার তামাক সংগ্রহ করছে জাপান টোব্যাকো লিমিটেড। জাপান টোব্যাকোর প্রতিনিধি জাহিদুর রহমান জানান, আমরা এখান থেকে তামাকের গুণাগুণ দেখে ৮৪ থেকে ১০৮ টাকা কেজি দরে কিনে নিচ্ছি।
×