ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সৌদি আরব সফরে যাবে ইসরাইলী প্রতিনিধি দল

প্রকাশিত: ০৮:১১, ৬ মে ২০১৯

  সৌদি আরব সফরে যাবে ইসরাইলী প্রতিনিধি দল

ইহুদী-ইসরাইলী একটি প্রতিনিধি দল আগামী বছর সৌদি আরব সফরের আমন্ত্রণ গ্রহণ করেছে। প্রতিনিধি দলটি মুসলিম ওয়ার্ল্ড লীগের আমন্ত্রণে সৌদি আরব সফর করবে। খবর মিডলইস্ট মনিটর অনলাইনের। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় আরবী ভাষায় লেখা এক টুইট বার্তায় জানিয়েছে, প্রথমবারের মতো মুসলিম ওয়ার্ল্ড লীগের আমন্ত্রণে সৌদি আরব সফর করবে একটি ইহুদী প্রতিনিধি দল। এই সফর ২০২০ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত অন্যতম। ইতোমধ্যে ভারতীয় এয়ার ইন্ডিয়াকে তেলআবিবে ফ্লাইট পরিচালনার জন্য নিজেদের ভূখন্ড ব্যবহারের অনুমতি দিয়েছে সৌদি আরব।
×