ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এবার সেইফটি পুরস্কার পাচ্ছে ২৪ কারখানা

প্রকাশিত: ১২:০৪, ২৮ এপ্রিল ২০১৯

এবার সেইফটি পুরস্কার পাচ্ছে ২৪ কারখানা

অর্থনৈতিক রিপোর্টার ॥ এবার ‘পেশাগত স্বাস্থ্য ও সেইফটি উত্তম চর্চা পুরস্কার’ পাচ্ছে বিভিন্ন খাতের ২৪টি কারখানা। শনিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এ তথ্য জানান। চতুর্থবারের মতো দেশে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস রবিবার পালন করা হবে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে, ‘নিরাপদ কর্মপরিবেশ, টেকসই উন্নয়নের পথে বাংলাদেশ।’ প্রতিমন্ত্রী জানান, আজ রবিবার বিকেল ৪টায় কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এদিন সকাল ৭টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি হবে। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর শিল্প এলাকায় ট্রাক-শো হবে জানিয়ে মন্নুজান সুফিয়ান বলেন, ‘দিবসটির গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দেবেন। দিবসটি উপলক্ষে ঢাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সড়কদ্বীপ সজ্জিতকরণ করা হবে। দিবসটির গুরুত্ব তুলে ধরে স্মরণিকা প্রকাশ করা হবে। বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারী টেলিভিশনে আলোচনা অনুষ্ঠান হবে।’ তিনি আরও বলেন, ‘কারখানা মালিক এবং শ্রমিকদের মধ্যে পেশাগত স্বাস্থ্য ও সেইফটি বিষয়ে সচেতনতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এ বিষয়ে মালিকদের আগ্রহ সৃষ্টির উদ্দেশে শেখ হাসিনার সরকার গতবছর থেকে ‘পেশাগত স্বাস্থ্য ও সেইফটি উত্তম চর্চা পুরস্কার’ প্রবর্তন করেছে। এ বছর আমরা বিভিন্ন খাতের ২৪টি কারখানাকে পুরস্কারের জন্য মনোনীত করেছি।’ ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসের অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত কারখানা মালিকদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে। সরকারের প্রতিনিধি হিসেবে এবং এ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে দ্ব্যর্থহীনভাবে বলতে চাই- যে কোন শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে যা কিছু প্রয়োজন সব কিছু করবে সরকার।’ শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সেইফটি হলো একটি প্রতিষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত সবার স্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণের বিষয়। এসডিজির লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে শ্রমিকের জন্য শোভন ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। স্বাস্থ্যসম্মত নিরাপদ কর্মপরিবেশ শ্রমিকের অধিকার। নিরাপদ কর্মপরিবেশে শ্রমিকের স্বাস্থ্য যদি ভাল থাকে তাহলে উৎপাদন বৃদ্ধি পায়।’ তিনি আরও বলেন, ‘শ্রমিকের পেশাগত স্বাস্থ্য ও সেইফটি নিশ্চিতের জন্য রাজশাহীতে মন্ত্রণালয়ের নিজস্ব ১৯ বিঘা জমির ওপর ১৬৫ কোটি টাকা ব্যয়ে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ শুরু করেছি।’ মন্নুজান সুফিয়ান বলেন, ‘শ্রমিকের যেকোন সমস্যা সংক্রান্ত অভিযোগ গ্রহণ, নিষ্পত্তি ও প্রয়োজনীয় পরামর্শ দিতে সার্বক্ষণিক বিনা খরচে হেল্প লাইন (১৬৩৫৭) চালু করেছি। পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকায় উন্নীত করা হয়ছে। বাস্তবায়ন পর্যায়ে দু’একটি ধাপে মজুরি সমন্বয়ে জটিলতা দেয়ার কারণে আমরা মালিক-শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বসে আলাপ আলোচনার মাধ্যমে মজুরি সমন্বয় করে গেজেট করে দিয়েছি।’
×