ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৪০ শতাংশ

প্রকাশিত: ০৯:৪৩, ২৩ এপ্রিল ২০১৯

চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৪০ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৪০ শতাংশ। ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বছর ব্যবধানে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় শূন্য দশমিক ৪০ শতাংশ কমেছে। তবে গেল বছরের শেষ প্রান্তিকের সমান প্রবৃদ্ধি হওয়াকে সফলতা হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা বাণিজ্যযুদ্ধের মধ্যে ৬ দশমিক ৪০ শতাংশ প্রবৃদ্ধি সরকারের একটি বড় অর্জন। বছর ব্যবধানে অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে দেশটির শিল্প খাতের মুনাফা ১৪ শতাংশ কমেছে। অন্যদিকে জানুয়ারি-মার্চ প্রান্তিকে চীনে শিল্পোৎপাদন ও স্থায়ী সম্পদে বিনিয়োগ বেড়েছে। একইসঙ্গে দেশটির পুঁজিবাজারের সার্বিক সূচকও ছিল উর্ধমুখী ধারায়। এবিসির সপ্তাহব্যাপী ওয়েসিস বৈশাখী উৎসব রিয়েল এস্টেট কোম্পানি এবিসি রিয়েল এস্টেটসের সপ্তাহব্যাপী ‘ওয়েসিস বৈশাখী উৎসব’ ঢাকায় শুরু হয়েছে। রাজধানীর বড় মগবাজার সংলগ্ন ‘দি ওয়েসিস এ্যাট ইস্পাহানী কলোনি’ প্রকল্প প্রাঙ্গণে শুরু হওয়া এ মেলা আজ ২৩ এপ্রিল পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি চলবে। সম্প্রতি এবিসি লিঃ’র চেয়ারম্যান সুভাষ চন্দ্র ঘোষ আনন্দময় পরিবেশে এই মেলার উদ্বোধন করেন। -বিজ্ঞপ্তি
×