ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুল-বিএসপিএ স্পোর্টস এ্যাওয়ার্ড

প্রকাশিত: ১২:০০, ২ এপ্রিল ২০১৯

কুল-বিএসপিএ স্পোর্টস এ্যাওয়ার্ড

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ স্পোর্টস প্রেস এ্যাসোসিয়েশন (বিএসপিএ) ৬ এপ্রিল সোনারগাঁও হোটেলে বসতে যাচ্ছে ক্রীড়াঙ্গনে অন্যতম আকর্ষণীয় আসর ‘কুল-বিএসপিএ স্পোর্টস এ্যাওয়ার্ড’। বর্ষসেরা ক্রীড়াবিদ ২০১৮ (মনোনীত) ॥ মুশফিকুর রহীম (ক্রিকেটার, জাতীয় দল), রুমানা আহমেদ (ক্রিকেটার, জাতীয় মহিলা দল), আব্দুল্লাহ হেল বাকী (শূটার, জাতীয় দল); পপুলার চয়েজ এ্যাওয়ার্ড ২০১৮ ॥ রুমানা আহমেদ (ক্রিকেটার, জাতীয় মহিলা দল), তামিম ইকবাল খান (ক্রিকেটার, জাতীয় দল), মুশফিকুর রহীম (ক্রিকেটার, জাতীয় দল), আব্দুল্লাহ হেল বাকী (শূটার, জাতীয় দল); বর্ষসেরা ক্রিকেটার ২০১৮ ॥ মুশফিকুর রহীম, বর্ষসেরা ফুটবলার ২০১৮ ॥ তপু বর্মণ, বর্ষসেরা ব্যাডমিন্টন খেলোয়াড় ২০১৮ ॥ শাপলা আক্তার, বর্ষসেরা শূটার ২০১৮ ॥ আব্দুল্লাহ হেল বাকী, উদীয়মান ক্রীড়াবিদ ২০১৮ ॥ সিরাত জাহান স্বপ্না (ফুটবলার, জাতীয় মহিলা দল), মেহেদী হাসান আলভী (টেনিস খেলোয়াড়, জাতীয় দল), বর্ষসেরা কোচ ২০১৮ ॥ গোলাম রব্বানী ছোটন (কোচ, জাতীয় মহিলা ফুটবল দল), তৃণমূলের ক্রীড়াব্যক্তিত্ব ২০১৮ ॥ ফজলুল ইসলাম (হকি কোচ), মনসুর আলী (সংগঠক); বিশেষ সম্মাননা ২০১৮ ॥ নাজমুন নাহার বিউটি (সাবেক দ্রুততম মানবী), বর্ষসেরা সংগঠক ২০১৮ ॥ নাজমুল হাসান পাপন (সভাপতি, এসিসি এবং বিসিবি), বর্ষসেরা পৃষ্ঠপোষক ২০১৮ ॥ বসুন্ধরা গ্রুপ।
×