ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আবুধাবিতে তৃতীয় ওয়ানডেতে পাকিদের বাঁচা-মরার লড়াই

আজই সিরিজ নিশ্চিত করতে চায় অস্ট্রেলিয়া

প্রকাশিত: ১১:৪০, ২৭ মার্চ ২০১৯

আজই সিরিজ নিশ্চিত করতে চায় অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ নিজ দেশে অচ্ছুত পাকিস্তানের জন্য আমিরাত অনেকদিন ধরেই ঘরের মাঠ। মরুর দেশে তাদের সাফল্যের অতীত রেকর্ড ঈর্ষণীয়। অথচ সেখানেই তারা এখন ভীষণ বিপদে। এশিয়া কাপে ভরাডুবির পর নিউজিল্যান্ডের কাছে ধরাশায়ী ‘আনপ্রেডিক্টেবল’ পাকিরা এবার অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে সিরিজ হারের শঙ্কায়। আজ তৃতীয় ম্যাচে হারলেই সিরিজ শেষ হয়ে যাবে শোয়েব মালিকদের। অন্যদিকে সাফল্যের ধারা অব্যাহত রেখে সিরিজ নিশ্চিত করতে চায় এ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল তেমনটাই জানিয়েছেন। ভারত সফরে পিছিয়ে পড়েও টানা তিন জয়ে ৩-২এ ওয়ানডে সিরিজ জয় করা অসিদের সাফল্যের রথ ছুটছেই। আগের দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে ফর্মে ফিরেছেন অধিনায়ক ফিঞ্চ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ডে-নাইট ম্যাচটি শুরু বাংলাদেশ সময় বিকাল পাঁচটায়। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে চমক দেখানো পাকিস্তান এখন ভীষণ দুর্দশাগ্রস্ত। এশিয়া কাপের গ্রুপপর্ব থেকে বিদায় নেয় সরফরাজ আহমেদের দল। মাঝে অস্ট্রেলিয়াকে টেস্ট-টি২০তে হারালেও এই আমিরাতেই বিধ্বস্ত হয় নিউজিল্যান্ডের কাছে। এরপর দক্ষিণ আফ্রিকা সফরের হতাশা সঙ্গী করে অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডে সিরিজ খেলতে নামে তারা। পিএসএল ও বিশ্বকাপ সামনে রেখে নিয়মিত অধিনায়ক সরফরাজসহ একঝাঁক নিয়মিত পারফর্মারকে বাইরে রেখে দল সাজানোর খেসারত দিচ্ছে পাকিস্তান। অসিদের কাছে দুটি ম্যাচেই সমান ৮ উইকেটের বড় হারের লজ্জায় ডোবা শোয়েব মালিকের দল এখন সিরিজ খোয়ানোর শঙ্কায়। হারিস সোহেল ও মোহাম্মদ রিজোয়ানের দুটি সেঞ্চুরিতে পৌনে তিন শ’র ওপরে রান করেও এমন হারের কারণ বোলিং ব্যর্থতা। মোহাম্মদ আমির, হারিস সোহেলের সঙ্গে রঙিন পোশাকে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারছেন না ইয়াসির শাহও। আজ সিরিজ বাঁচাতে মরিয়া এখন পাকিস্তান। সিরিজে টিকে থাকতে হলে তৃতীয় ওয়ানডে আজ জিততেই হবে তাদের। তাই জয় ছাড়া অন্য কিছু ভাবার উপায় নেই বলে জানিয়েছেন প্রথম ওয়ানডের সেঞ্চুরিয়ান হারিস সোহেল, ‘আমাদের সামনে এখন একটিই সমীকরণ। আর সেটা হলো- জয়। জয় ছাড়া কোন উপায় নেই। হেরে গেলে চলমান সিরিজ নিয়ে আমাদের আর কিছুই করার থাকবে না। তাই যেভাবেই হোক তৃতীয় ম্যাচে আমরা জয় চাই।’ তাদের সামনে সিরিজ বাঁচিয়ে রাখার চ্যালেঞ্জ। অন্যদিকে সাফল্যের ধারা অব্যাহত রেখে আজই সিরিজ নিশ্চিত করতে চায় অস্ট্রেলিয়া, ‘মারকুটে ব্যাটসম্যান কাম স্পিনিং অলরাউন্ডার ম্যাক্সওয়েল বলেন, ‘ভারত সিরিজের শেষ তিন ম্যাচ আমাদের চিন্তা-ভাবনা পাল্টে দিয়েছে। কিভাবে কঠিন পরিস্থিতিতে লড়াই করতে হয় এবং ম্যাচ জয়ের জন্য কি কি করতে হয় তা আমরা জানি। দলের সবাই নিজেদের নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচ জিতে সিরিজ জয়ই আমাদের প্রধান লক্ষ্য।’ প্রথম ওয়ানডেতে ১১৬ রান করে ফর্মে ফেরা ফিঞ্চ দ্বিতীয় ম্যাচে খেলেছেন ক্যারিয়ারসেরা অপরাজিত ১৫৩ রানের দৃষ্টিনন্দন ইনিংস। প্রথম ম্যাচে ৯১ রানে অপরাজিত ছিলেন শন মার্শ, দ্বিতীয়টিতে অধিনায়ক পেয়েছিলেন ফর্মের তুঙ্গে থাকা উসমান খাজাকে। ভারতে সিরিজ জয়ের নায়ক এদিন খেলেন ৮৮ রানের কার্যকর ইনিংস।
×