ঢাকা, বাংলাদেশ   শনিবার ৩০ মার্চ ২০২৪, ১৬ চৈত্র ১৪৩০

নীলফামারীর দেওনাই নদী দখলমুুক্ত

প্রকাশিত: ০৮:৫৬, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

নীলফামারীর দেওনাই নদী দখলমুুক্ত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ প্রভাবশালীদের কাছে দখলে থাকা নীলফামারী ও ডোমার উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া দেওনাই নদীটি দখলমুক্ত ঘোষণা করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মজিবুর রহমান হাওলাদার। শনিবার দুপুরে তিনি দুই উপজেলার লক্ষ্মীচাপও হরিণচড়া ইউনিয়নের শেওটগাড়ি এলাকার দেওনাই নদীর তীরে গিয়ে সহস্রাধিক এলাকাবাসী সঙ্গে নিয়ে নদীটি দখলমুক্ত ঘোষণা করেন। এ সময় হাজার হাজার মানুষের উপস্থিতিতে নদী দখলমুক্ত উৎসবে পরিণত হয়। এ সময় জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান বলেন, নদীর মালিক দেশের জনগণ। কেউ দখল করতে চাইলে তা হতে দেয়া হবে না। তিনি আরও বলেন, সারাদেশে নদী দখলমুক্ত ও রক্ষার কাজ শুরু হয়েছে। কিন্তু এভাবে হাজার হাজার মানুষের নদী দখলমুক্ত উৎসব কোথাও হয়নি। এটিই দেশে প্রথম। আমরা চাই সারাদেশের মানুষ এভাবেই নদী দখলমুক্ত করতে এগিয়ে আসুক। দেওনাই নদী দখলমুক্ত করার পর পাশেই বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদের সভাপতিত্বে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মজিবুর রহমান হাওলাদার আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় জাতীয় নদী কমিশনের সর্বক্ষণিক সদস্য মোঃ আলাউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাহিনুর আলম, ডোমার উপজেলায় নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, নির্বাহী প্রকৌশলী আবদুল আল মামুন, সাংবাদিক ও উন্নয়নকর্মী নাজমুল ইসলাম নিশাত, শিক্ষক আবদুল জলিল প্রমুখ বক্তব্য রাখেন।
×