ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজৈরে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ১৮ প্রার্থীর আবেদন

প্রকাশিত: ১১:৫৩, ৩১ জানুয়ারি ২০১৯

রাজৈরে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ১৮ প্রার্থীর আবেদন

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৩০ জানুয়ারি ॥ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জেলার রাজৈরে আওয়ামী লীগের মনোনয়ন পেতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১৮ প্রার্থী আবেদন করেছেন। সোমবার সন্ধ্যা পর্যন্ত নৌকার মনোনয়ন প্রত্যাশীরা উপজেলা দলীয় কার্যালয়ে আবেদনপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার এ তথ্য প্রকাশ করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, নোটিসের মাধ্যমে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের আবেদন আহ্বান করা হয়েছিল। এ প্রেক্ষিতে চেয়ারম্যান পদে ৬, ভাইস চেয়ারম্যান পদে ৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন আওয়ামী লীগ দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেন। এরা হলেন চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব মিয়া, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা হাসান পল্লবী, পাইকপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মহসিন মিয়া, জেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক শাহীন চৌধুরী ও ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা সজল কীর্তনিয়া। ভাইস চেয়ারম্যান পদে রাজৈর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুস ছালাম, বর্তমান ভাইস চেয়ারম্যান শান্তি দাস, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সাহাবুদ্দিন সাহা, গৌরহরি রায়, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফজলুল হক বাবুল, কাওসার মোল্লা, পংকজ ম-ল ও পংকজ বাড়ৈ। সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাজৈর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিল্পী রানী ম-ল, সেলিনা বেগম, তাহমিনা হীরা ও বর্তমান ভাইস চেয়ারম্যান লিতা কুদ্দুস। আগামীকাল ৩১ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় আবেদন পত্র যাচাই-বাছাই করে মনোনয়ন প্রত্যাশীদের তালিকা জেলা আওয়ামী লীগের বরাবরে প্রেরণ করা হবে। জেলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী প্রার্থী তালিকা চূড়ান্ত করে কেন্দ্রে পাঠাবে।
×