ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে গরীবের ডাক্তারের স্মরণে নাগরিক শোকসভা

প্রকাশিত: ২০:২৮, ২৬ জানুয়ারি ২০১৯

বরিশালে গরীবের ডাক্তারের স্মরণে নাগরিক শোকসভা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দক্ষিণাঞ্চলের সর্ববৃহত চিকিৎসা সেবা কেন্দ্র বরিশাল শেরে-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক চিকিৎসক, গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গরীবের ডাক্তারখ্যাত ডাঃ দাস রনবীরের অকাল মৃত্যুতে শুক্রবার দিবাগত মধ্যরাত পর্যন্ত নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে স্বর্গীয় চিকিৎসকের গ্রামের বাড়ি বিল্বগ্রাম হাট প্রাঙ্গণে বিকেল থেকে শুরু হওয়া নাগরিক শোকসভা চরে রাত সাড়ে নয়টা পর্যন্ত। গরীবের ডাক্তারের বাল্যবন্ধু ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্ব গরীবের ডাক্তারের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, সহকারী পুলিশ সুপার (নড়াইল) রিপন সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ, ডাঃ অমূল্য রতন বাড়ৈ, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাংবাদিক কাজী আল-আমিন, প্রভাষক হুমায়ুন কবির, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা, ব্যবসায়ী স্বজল ঘোষ, প্রনব রঞ্জন দত্ত বাবু, কাজল গুপ্ত প্রমুখ। সভায় ডাঃ রনবীরের সহধর্মীনি ও দুই কন্যা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান। সভার শুরুতে গরীবের ডাক্তার দাস রনবীরের বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় ডাঃ দাস রনবীরের নামে বিল্বগ্রাম হাটে স্মৃতিফলক নির্মানের ঘোষণা করা হয়েছে।
×