ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কোয়ার্টার ফাইনালে জুভেন্টাস

প্রকাশিত: ০৪:৫৬, ১৪ জানুয়ারি ২০১৯

 কোয়ার্টার ফাইনালে জুভেন্টাস

স্পোর্টস রিপোর্টার ॥ কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করেছে জুভেন্টাস। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা শনিবার ২-০ গোলে বোলোগনাকে পরাজিত করে শেষ আটে জায়গা করে নেয়। এই ম্যাচে বিশ্রামে ছিলেন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তারপরও জয় নিয়ে মাঠ ছাড়তে সমস্যা হয়নি ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির শিষ্যদের। ইতালিয়ান ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতা হিসেবে বিবেচিত কোপা ইতালিয়া। এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। শুরু থেকেই নিজেদের সেরাটা দিয়ে খেলতে থাকে তারা। তবে ম্যাচের নবম মিনিটেই প্রথম গোলের দেখা পায় জুভরা। ইতালিয়ান ফরোয়ার্ড ফেডেরিকো বের্নারদেস্কির ডি বক্সের বাইরে থেকে নেয়া শটে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। এই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির দল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও জ্বলে ওঠে জুভেন্টাস। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন মোইজে কেন। ডগলাস কস্তার শট একজনের পায়ে লেগে বল ফাঁকায় পেয়ে অনায়াসে গোলরক্ষককে পরাস্ত করেন তরুণ প্রতিভাবান এই ফুটবলার। ম্যাচের বয়স যখন ৬২ মিনিট তখন ১৮ বছর বয়সী মোইজেকে বসিয়ে রোনাল্ডোকে সাইডবেঞ্চ থেকে মাঠে নামান এ্যালেগ্রি। ৭৭ মিনিটে ব্রাজিলের কস্তাকে বসিয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালাকেও মাঠে নামান জুভেন্টাসের এই অভিজ্ঞ কোচ। তবে বাকি সময়ে আর ব্যবধান বাড়াতে পারেনি তারা। আগামী বুধবার আবারও মাঠে নামবে জুভেন্টাস। ইতালিয়ান সুপার কোপার সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ এসি মিলান।
×