ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নওগাঁয় লুণ্ঠিত সোনা ও সাড়ে ৭ লাখ টাকা উদ্ধার

প্রকাশিত: ০৩:৪৬, ১৪ জানুয়ারি ২০১৯

 নওগাঁয় লুণ্ঠিত  সোনা ও সাড়ে  ৭ লাখ টাকা  উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৩ জানুয়ারি ॥ নওগাঁ শহরের বহুল আলোচিত ‘রুমি জুয়েলার্সে’ চুরির ঘটনায় লুণ্ঠিত ৫শ’ ভরি সোনার মধ্যে ১১৩ ভরি অলঙ্কার এবং সোনা বিক্রির ৭ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় ৮ চোরকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টায় পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন তার সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এইসব তথ্য প্রদান করেন। তিনি জানান, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নওগাঁ সদর মডেল থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলার শরনখোলা থানার অন্তর্গত পূর্ব খোন্তাকাটা গ্রামের আবদুর রউফ ফারাজির পুত্র মোঃ স্বপন ফারাজী (৪১), মোঃ ফজলুল হকের দুই পুত্র মোঃ রুস্তম আলী (৫৭) ও আবুল কালাম (৩৮), মুরাদনগর উপজেলার কিষ্টপুর সিদ্ধেশ্বরী গ্রামের মৃত আনু মিয়ার পুত্র মোঃ জামাল (৩৭), তিতাস থানার অন্তর্গত দক্ষিণ বিংলাবাড়ি গ্রামের মৃত মতিউর রহমান স্বর্ণকারের পুত্র সাগর আহম্মেদ (৩৪), একই থানার মঙ্গলকান্দি গ্রামের মৃত হাবিবুল্লার পুত্র মোঃ ইয়াকুব আলী (৩৬), পিরোজপুর জেলার ভ‍ান্ডারিয়া থানাধীন গৌরীপুর গ্রামের আবদুল হাকিমের পুত্র মোঃ ইউনুস আলী (৩৫) এবং একই থানার টিএ্যান্ডটি রোডের বাসিন্দা মৃত বেলাল হাওলাদারের পুত্র হানিফ হাওলাদার (২৬)কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রুস্তমের নিকট থেকে স্বর্ণ বিক্রির ১ লাখ ৭৮ হাজার টাকা, সাগরের নিকট থেকে ৩১ ভরি ১১ আনা স্বর্ণ, ইউনুসের নিকট থেকে দেড় ভরি স্বর্ণ ও স্বর্ণ বিক্রির ৫ লাখ টাকা, হানিফের নিকট থেকে দেড় ভরি স্বর্ণ ও স্বর্ণ বিক্রির ৭৭ হাজার টাকা এবং জামালের নিকট থেকে ৭৮ ভরি গলানো স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
×