ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধাদের মিলনমেলা

প্রকাশিত: ০৬:৫৪, ২৭ ডিসেম্বর ২০১৮

মুক্তিযোদ্ধাদের মিলনমেলা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের ফকিরহাটে মুক্তিযোদ্ধাদের মিলনমেলা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান বুধবার সকালে সাতসইয়া গ্রামের মুক্তিযোদ্ধা দম্পতি ডাঃ বর্ণি আমীন ও মুক্তিযোদ্ধা ডাঃ আকতার বানুর পঞ্চরত্ন ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা ডাঃ বর্ণি আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা জেলার কমান্ডার সরদার মাহাবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মোঃ মোস্তফা কামাল শিকারী (বীর প্রতীক) ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিরিনা আক্তার। আরও বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা ডাঃ আকতার বানু, কমান্ডার আকবার হোসেন মোল্লা, মোঃ শফিকুর রহমান টুকুন, তারাপদ বিশ^াস, আনোয়ারাা বেগম, নূর মোহম্মদ মোড়ল, মোঃ মকসুদুল আলম, মোঃ খোরশেদ আলম, এ্যাডভোকেট প্রভাষ চন্দ্র দাশ, আব্দুল কাদের, আবু জাফর, মোঃ ফজিলত হোসেন প্রমুখ। মরা খাল খনন নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ২৬ ডিসেম্বর ॥ পটিয়ায় পৌর সদরের সুচক্রদন্ডী এলাকায় একটি মরা খাল খনন দীর্ঘদিন পর শুরু হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে প্রায় ৫ কিলোমিটারের বেশি মরা খাল খনন আওয়ামী লীগের বুধবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়। পটিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত সচিব ইউসুফ, যুগ্ম সচিব মন্টু কুমার বিশ্বাস, প্রধান প্রকৌশলী একেএম সামশুল করিম, নির্বাহী প্রকৌশলী বিদ্যুত কুমার সাহা, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসান, কৃষি কর্মকর্তা আবু জাফর মঈনুদ্দিন, মৎস্য কর্মকর্তা লুৎফুর রহমান প্রমুখ।
×