ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টঙ্গীতে গণপিটুনিতে সন্ত্রাসী নিহত

প্রকাশিত: ০৭:১৪, ২৪ নভেম্বর ২০১৮

টঙ্গীতে গণপিটুনিতে সন্ত্রাসী নিহত

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২৩ নবেম্বর ॥ শুক্রবার রাত ৯টার দিকে টঙ্গীর পূর্ব আরিচপুরে নেককার বাড়ি এলাকায় গণপিটুনিতে এক চিহ্নিত সন্ত্রাসী ছিনতাইকারী নিহত হয়েছে। তার নাম গিট্টু রাসেল (৩২)। বাবার নাম কবির হোসেন। পূর্ব আরিচপুরে তাদের বাসা। দেশের বাড়ি নোয়াখালী জেলার চাটখিলে। রাতে এলাকাবাসী জনকণ্ঠকে জানান, নিহত রাসেল এলাকায় একজন চিহ্নিত সন্ত্রাসী হিসেবে ছিনতাই লুটপাটসহ পথচারীদের মারপিট করত। হেন অপরাধ নেই যে সে করত না। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল। স্থানীয় লোকজন তাকে শায়েস্তা করার জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখে। এমন সময় শুক্রবার রাতে গিট্টু রাসেল দৌড়ে ঘটনাস্থলে উপস্থিত হলে আগে থেকে প্রস্তুত হয়ে থাকা লোকজন লাঠিসোটা, ইট-পাটকেল, ছুরি-দা নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। শত শত মানুষের পিটুনিতে মুহূর্তের মধ্যে তার মাথা ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। টঙ্গী থানার এসআই হুমায়ুন কবির জানান, রাতে ৭/৮ জন শ্রমিক ওই এলাকা দিয়ে পার হওয়ার সময় গিট্টু রাসেলের নেতৃত্বে একদল ছিনতাইকারী ছোরা চাপাতি নিয়ে তাদের পথরোধ করে। এ সময় শ্রমিকরা চিৎকার দিলে এলাকাবাসী লাঠিসোটা নিয়ে গণপিটুনি দেয়। টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন রাতে জনকণ্ঠকে জানান, গিট্টু রাসেল একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। লাশ থানায় রয়েছে।
×