ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গুলেনকে ফেরত চায় তুরস্ক

প্রকাশিত: ১৯:৩০, ২২ নভেম্বর ২০১৮

গুলেনকে ফেরত চায় তুরস্ক

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রে নির্বাসিত তুরস্কের কথিত ধর্মীয় নেতা ফতেহউল্লাহ গুলেনকে দেশে ফেরত পাঠানোর জন্য মার্কিন সরকারের কাছে আবারও দাবি জানিয়েছে তুরস্ক। গুলেনকে ছাড়াও ওই আন্দোলনের আরও ৮৩ জনকে ফেরত চায় আংকারা। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু সম্প্রতি যুক্তরাষ্ট্রি সফরে এসব দাবি জানিয়েছেন। তুর্কি সরকার অভিযোগ করে আসছে ২০১৬ সালের জুলাই মাসে প্রেসিডেন্ট এরদোগানকে ক্ষমতাচ্যুত করার জন্য যে ব্যর্থ সামরিক অভ্যুত্থান হয়েছিল তার মূল পরিকল্পনাকারী হচ্ছেন ফতেহউল্লাহ গুলেন। এ জন্য শুরু থেকেই তুরস্ক গুলেনকে আংকারার কাছে হস্তান্তরের দাবি জানিয়ে আসছে। কিন্তু এখন পর্যন্ত তুরস্কের দাবি আমলে নেয়নি যুক্তরাষ্ট্র। চাভুসওগ্লু জানিয়েছেন, গুলেনকে ফেরত দেয়ার বিষয়ে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনে সঙ্গে বৈঠক করেছেন। তবে তাদের কেউ এ বিষয়ে কোনো আশ্বাস দেননি। এদিকে গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফতেহউল্লাহ গুলেনকে তুরস্কে ফেরত পাঠানোর বিষয়ে কোনো পরিকল্পনা নেই। সূত্র : পার্সটুডে।
×