ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে ৩ দিনব্যাপী নবান্ন উৎসব শুরু

প্রকাশিত: ০৪:২৬, ১৬ নভেম্বর ২০১৮

দিনাজপুরে ৩ দিনব্যাপী নবান্ন উৎসব শুরু

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে ৩ দিনব্যাপী প্রাণ চিনিগুড়া চাল নবান্ন উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুরের গোর-এ শহীদ বড়ময়দানে বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে ৩ দিনব্যাপী প্রাণ চিনিগুড়া চাল নবান্ন উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বজলুর রশীদ। তিনদিনের নবান্ন উৎসবে রয়েছে হাডুডু খেলা, বৌছি, বিস্কুট দৌড়, ফ্যাশন শো, গুপ্তধন উদ্ধার, পাতিল ভাঙ্গা এবং নৃত্য। আরও আছে কৌতুক, নাটিকা, লাঠি খেলা, মোরগ লড়াই, কুস্তি, দাড়িয়া বান্ধা, ভাষান পালাসহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা প্রদর্শনী। এছাড়াও বসেছে ১৯টি পিঠার স্টল। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। জেলা শিশুবিষয়ক কর্মকর্তা সাইফুল আলম এবং বঙ্গ মিলারস লিমিটেডের ক্যাটাগরি ম্যানেজার মুস্তাফিজুর রহমান বক্তব্য রাখেন।
×