ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ভ্যাসলিনের সচেতনতামূলক অনুষ্ঠান

প্রকাশিত: ০৪:০৫, ১৬ নভেম্বর ২০১৮

বগুড়ায় ভ্যাসলিনের সচেতনতামূলক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ গত দুই বছরের মতো এবারও ‘ভ্যাসলিন হিলিং প্রজেক্টে’র মাধ্যমে উত্তরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ত্বকের সুস্থতায় ভ্যাসলিন বিতরণ করা হবে। এই প্রজেক্টের মধ্যে এবার সুবিধাবঞ্চিত এলাকার মানুষের মাঝে বিতরণ করা হবে প্রায় দু’লাখ ভ্যাসলিন জার। ত্বকের সুস্থতায় এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে স্বনামধন্য ব্র্যান্ড ভ্যাসলিন। এ উপলক্ষে বৃহস্পতিবার বগুড়া টিএমএসএস মিলনায়তনে আয়োজিত এক সচেতনতামূলক অনুষ্ঠানে এই তথ্য তুলে ধরা হয় আয়োজকদের পক্ষ থেকে। এতে অংশ নেন, ‘ভ্যাসলিন হিলিং প্রজেক্টে’র শুভেচ্ছা দূত অভিনেত্রী ও চিত্রশিল্পী বিপাশা হায়াত। অনুষ্ঠানে সুবিধাবঞ্চিতদের মাঝে পেট্রোলিয়াম জেলি বিতরণ করা হয় এবং তাদের ত্বক সংক্রান্ত সমাধানে হেলথ ক্যাম্প গঠন করা হয়। ত্বকের গুরুত্ব, এর সুস্থতা বিষয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিএমএস মেডিক্যাল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন রোগের বিভাগীয় প্রধান ডাঃ প্রফেসর রশিদুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন টিএমএসএসর নির্বাহী পরিচালক ড. হোসনে আরা। ইউনিলিভার বাংলাদেশ লিমিটিডের পক্ষ থেকে বলা হয়, ত্বকের শুষ্কতা, ঠোঁটফাটা ও পা ফাটার মতো ছোটখাটো সমস্যাই সুবিধাবঞ্চিত মানুষের জন্য হয়ে উঠতে পারে ভয়াবহ। এই ভাবনা থেকে ২০১৬ সাল থেকে ভ্যাসলিন পরিচালনা করছে ‘ভ্যাসলিন হিলিং প্রজেক্ট’। ২০১৬ সালে ৫০ হাজার, ২০১৭ সালে ১ লাখ ৮০ হাজার এবং এবার প্রায় দু’লাখ সুবিধাবঞ্চিত মানুষের কাছে ভ্যাসলিন পৌঁছে দেয়ার জন্য কার্যক্রম চলছে। ইউনিলিভারে এ কার্যক্রমে এনজিও পার্টনার রয়েছে টিএমএসএস। শতভাগ পেট্রোলিয়াম জেলি ভ্যাসলিনের একটি সাধারণ জার সুবিধা বঞ্চিত মানুষের জন্য হয়ে উঠতে পারে অসাধারণ কিছু, এই আশায় কাজ করছে প্রতিষ্ঠানটি।
×