ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উৎসবমুখর নির্বাচন চায় মানুষ ॥ হাওলাদার

প্রকাশিত: ০৫:০০, ১৫ নভেম্বর ২০১৮

উৎসবমুখর নির্বাচন চায় মানুষ ॥ হাওলাদার

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, রাজনৈতিক দলগুলোর অফিসের দিকে তাকালেই বোঝা যায় দেশে উৎসবমুখর নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, দেশের মানুষও এমন উৎসবমুখর নির্বাচন চায়। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন জাতির প্রত্যাশা। বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে চতুর্থ দিনের মতো মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি আছে জাতীয় পার্টির একথা উল্লেখ করে সাবেক মন্ত্রী হাওলাদার বলেন, মহাজোটের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগের সঙ্গে আলোচনা সাপেক্ষে আসন বণ্টন হওয়ার কথাও জানান তিনি। আসন বণ্টন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, নির্বাচনে জয়যুক্ত হতে সকলকেই এগিয়ে আসতে হবে। বুধবার জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র গ্রহণ করেছেন লে. জেনারেল (অব) মাসুদ উদ্দিন চৌধুরী ফেনী-৩। দুপুরে তার পক্ষে ভাতিজা আব্দুল্লাহ আল মিজান জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিস থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন। এছাড়া জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী ঢাকা-১১, মেজর (অব) খালেদ আখতার লালমনিরহাট-১, ইয়াহ ইয়াহ চৌধুরী সিলেট ২-৩ থেকে। এছাড়া আলহাজ আবুল কাশেম, রিন্টু আনোয়ার, ইকবাল হোসেন রাজু, নুরুল ইসলাম নুরু, বাহাউদ্দিন বাবুল, একেএম মোস্তাফিজুর রহমানসহ অনেকেই। ১৭ এবং ১৮ নবেম্বর সাক্ষাতকার গ্রহণ ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার অনুষ্ঠান আগামী ১৭ এবং ১৮ নবেম্বর সকাল সাড়ে ১০টায় ইমানুয়েলস কনভেনশন সেন্টারে (গুলশান-১, জব্বার টাওয়ারের পেছনে) অনুষ্ঠিত হবে।
×