ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইসিবি এনআরবি ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

প্রকাশিত: ০৪:২৪, ১৫ নভেম্বর ২০১৮

আইসিবি এনআরবি ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

বে-মেয়াদী আইসিবি এএমসিএল সেকেন্ড এনআরবি ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার ৬৬৫তম কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়। এ সভা শেষে নির্বাহী পরিচালক এম. হাছান মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসি জানায়, মেয়াদ শেষ হওয়ার পর আইসিবি এএমসিএল সেকেন্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড বে-মেয়াদীতে রূপান্তর হয়েছে। কমিশন সভায় এর প্রসপেক্টাস অনুমোদন হয়েছে। রূপান্তরিত ফান্ডটির সম্পদ ব্যবস্থাপনায় রয়েছে আইসিবি এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে রয়েছে সরকারের বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। -অর্থনৈতিক রিপোর্টার স্ট্যান্ডার্ড সিরামিকের ইপিএস বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৭ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৪০ পয়সা। গত সেপ্টেম্বর শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৩৩ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×