ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আবুধাবিতে প্রথম টি২০ আজ

নিউজিল্যান্ড কি পারবে পাকিস্তানকে থামাতে?

প্রকাশিত: ০৭:০৬, ৩১ অক্টোবর ২০১৮

নিউজিল্যান্ড কি পারবে পাকিস্তানকে থামাতে?

স্পোর্টস রিপোর্টার ॥ ছোট্ট ফরমেটের ক্রিকেটে পাকিস্তান কতটা উড়ছে র‌্যাঙ্কিং-পরিসংখ্যানেই সেটি পরিষ্কার। ২০ ওভারের ম্যাচে ‘নাম্বার ওয়ান’ দলটি এ বছর খেলা ১৬ টি২০’র মাত্র একটিতে হেরেছে। সেটি সেই জানুয়ারিতে, টানা জয়ের রেকর্ড উন্নীত করেছে ১৫-এ! সদ্যই আরব আমিরাতে শক্তিধর অস্ট্রেলিয়াকে ৩-০তে ‘হোয়াইটওয়াশ’ করেছে সরফরাজ আহমেদের দল। সুতরাং প্রশ্নটা স্বাভাবিক, নিউজিল্যান্ড কি পারবে এই পাকিস্তানকে থামাতে? প্রতিকূল কন্ডিশনে কেন উইলিয়ামসনদের জন্য কাজটা ভীষণ কঠিন। আবুধাবিতে আজ প্রথম টি২০ দিয়ে শুরু হচ্ছে মাঠের দ্বৈরথ। তিন টি২০ শেষে রয়েছে সমানসংখ্যক ওয়ানডে ও টেস্ট দ্বৈরথ। মাত্র একদিন আগেই শেষ ম্যাচে ৩৩ রানের জয়ে তিন টি-২০ সিরিজে অস্ট্রেলিয়াকে ‘হোয়াইটওয়াশ’ করে পাকিস্তান। এর মাধ্যমে সীমিত ওভারের কোন সিরিজে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে ‘হোয়াইটওয়াশ’ করার গৌরব অর্জন করে দলটি। যে কারণে উইনিং কম্বিনেশন ঠিক রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছেন নির্বাচকরা। ওই সিরিজের অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামবে সরফরাজবাহিনী। বাকি সদস্যরা হলেন- ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শাইবজাদা ফারহান, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলী, হুসেইন তালাত, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান সিনওয়ারি, হাসান আলী, ইমাদ ওয়াসিম, ওয়াকাস মাকসুদ, ফাহিম আশরাফ। শেষ ম্যাচে দারুণ বোলিংয়ে ম্যাচসেরা হন লেগস্পিনার শাদাব। আর অবিশ্বাস্য ব্যাটিংয়ে সিরিজসেরার পুরস্কার তুলে নেয়া ওপেনার বাবর আজম উঠে এসেছেন র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের জন্য দল আগেই ঘোষণা করেছিল নিউজিল্যান্ড। তবে সেই ঘোষিত দলে হঠাৎ করেই বাঁহাতি স্পিনার আজাজ প্যাটেলকে অন্তর্ভুক্ত করে কিউইরা। জাতীয় দলের হয়ে কোন ফরমেটেই খেলার অভিজ্ঞতা নেই ৩০ বছর বয়সী প্যাটেলের। ইশ সোধির পর দ্বিতীয় স্পিনার হিসেবে দলে সুযোগ পেয়েছেন তিনি। কিউই প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘এখানে (আমিরাত) স্পিন যে অনেক বেশি গুরুত্বপূর্ণ এটি কোন গোপন বিষয় নয় এবং উইকেট অনেক বেশি মন্থর গতির। তাই ১৪ জনের দলে দ্বিতীয় স্পিনার হিসেবে প্যাটেলকে অন্তর্ভুক্ত করা হয়েছে।’
×