ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় আফ্রিদি, পেরেরা, লুইস ॥ ঢাকায় পোলার্ড, পাওয়েল, রাসেল ॥ সিলেটে ওয়ার্নার

মাশরাফি, গেইল, ভিলিয়ার্সে শক্তিশালী রংপুর রাইডার্স

প্রকাশিত: ০৬:৪৮, ২৯ অক্টোবর ২০১৮

 মাশরাফি, গেইল, ভিলিয়ার্সে শক্তিশালী রংপুর রাইডার্স

মিথুন আশরাফ ॥ ‘মাশরাফি থাকলেই চ্যাম্পিয়ন।’ রবিবার বিপিএলের ষষ্ঠ আসরের ‘প্লেয়ার্স ড্রাফটে’র আগে কথাটি বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বিপিএলে এ পর্যন্ত হওয়া পাঁচ আসরের মধ্যে চারবারই যে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মর্তুজা। এবারও মাশরাফি রংপুর রাইডার্সের নেতৃত্বেই থাকবেন। রংপুরের আইকন তিনি। রংপুর রাইডার্স দলটিও এবার বিপিএলে সবচেয়ে শক্তিশালী দলই গড়েছে। একটি দল ‘এ প্লাস’ ক্যাটাগরি মানে আইকন, ধরে রাখা ও সরাসরি চুক্তি মিলিয়ে ছয়জন ক্রিকেটার আগেই দলে ভেড়াতে পারবে। সেই সুযোগটিতে রংপুর আইকন হিসেবে মাশরাফিকে নেয়। ধরে রাখে টি২০’র রাজা খ্যাত ব্যাটসম্যান ক্রিস গেইল, মোহাম্মদ মিঠুন ও নাজমুল ইসলাম অপুকে। সরাসরি চুক্তি করে দক্ষিণ আফ্রিকার হার্ডহিটার এবি ডি ভিলিয়ার্স ও ইংল্যান্ডের এ্যালেক্স হেলসের সঙ্গে। ড্রাফট থেকে নেয় শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদী মারুফ, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, আবুল হাসান রাজু, ফরহাদ হোসেন অনি, রবি বোপারা, রাইলি রুশো, বেনি হাওয়েল ও ওসানে থমাসকে। কতটা শক্তিশালী দল রংপুর তা বোঝাই যাচ্ছে। টি২০ বেশিরভাগ সময়ই চার-ছক্কার খেলা। আর সেই খেলায় গেইল, ভিলিয়ার্স, হেলসের সঙ্গে মিঠুন, মেহেদী, নাদিফ, বোপারাদের মতো ক্রিকেটার যে দলে আছেন সেই দলতো শক্তিশালী হওয়ারই কথা। এখন গত আসরের চ্যাম্পিয়নরা সেরা দল নিয়েও এবারের আসরে শিরোপা ধরে রাখতে পারে কিনা সেটিই দেখার বিষয়। রংপুর রাইডার্সে যেমন গেইল, ভিলিয়ার্সদের মতো সাড়া জাগানো ক্রিকেটার রয়েছেন, তেমনি ঢাকা ডায়নামাইটসে রোভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেলদের মতো তারকা ক্রিকেটাররাও রয়েছেন। সিলেট সিক্সার্সে ডেভিড ওয়ার্নার সব আলো কেড়ে নিয়েছেন। শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, এভিন লুইস থাকছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। তবে দলগতভাবে রংপুর রাইডার্সই শক্তির দিক দিয়ে সবচেয়ে এগিয়ে থাকছেন। এরপর কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে শক্তির তালিকায় রংপুরের পরেই রাখা যায়। এক নজরে সাত দল রংপুর রাইডার্স ॥ মাশরাফি, ক্রিস গেইল, নাজমুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, এবি ডি ভিলিয়ার্স, এ্যালেক্স হেলস, শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদী মারুফ, রবি বোপারা, রাইলি রুশো, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, আবুল হাসান রাজু, ফরহাদ হোসেন অনি, বেনি হাওয়েল, ওসানে থমাস। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ॥ তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, শোয়েব মালিক, আসিলা গুনারতেœ, লিয়াম ডসন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদী হাসান মিরাজ, জিয়াউর রহমান, মোশাররফ রুবেল, মোহাম্মদ শহিদ, শহিদ আফ্রিদি, থিসারা পেরেরা, শামসুর রহমান, সঞ্জিত সাহা, এভিন লুইস, ওয়াকার সালামখেলি, আমির ইয়ামিন। ঢাকা ডায়নামাইটস ॥ সাকিব আল হাসান, সুনীল নারাইন, রোভম্যান পাওয়েল, পোলার্ড, আন্দ্রে রাসেল, হজরতুল্লাহ জাজাই, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শুভাগত হোম চৌধুরী, এ্যান্ড্রু ব্রিচ, ইয়ান বেল, কাজী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহাদাত হোসেন রাজিব, নাঈম শেখ। সিলেট সিক্সার্স ॥ নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন দাস, সোহেল তানভীর, ডেভিড ওয়ার্নার, সন্দীপ লামিচানে, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল-আমিন হোসেন (সিনিয়র), তৌহিদ হৃদয়, ফ্যাবিয়ান এ্যালেন, মোহাম্মদ ইরফান, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলক কাপালী, জাকির আলী অনিক, গুলাবদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, মেহেদী হাসান রানা, প্যাট ব্রাউন, নিকোলাস পুরান। খুলনা টাইটান্স ॥ মাহমুদুল্লাহ রিয়াদ, আরিফুর হক, নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্রেথওয়েট, ডেভিড মালান, আলী খান, জহুরুল ইসলাম, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মোহাম্মদ আল-আমিন, শুভাশীষ রায়, জুনায়েদ সিদ্দিকী, জহির খান, সিরিফানে রাথারফোর্ড, তানভীর ইসলাম, মাহমুদুল অঙ্কন, লাসিথ মালিঙ্গা, ইয়াসির শাহ, ব্রেন্ডন টেলর। রাজশাহী কিংস ॥ মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, জাকির হাসান, কায়েস আহমেদ, ক্রিস্টিয়ান জোংকার, সৌম্য সরকার, ফজলে মাহমুদ রাব্বী, আরাফাত সানি, আলাউদ্দিন বাবু, ইসরু উদানা, লৌরি ইভানস, মার্শাল আইয়ুব, কামরুল ইসলাম রাব্বি, রায়ান টেন ডেসকাট, সেকুগে প্রসন্ন, মোহাম্মদ সামি। চিটাগং ভাইকিংস ॥ মুশফিকুর রহীম, লুক রনকি, সিকান্দার রাজা, সানজামুল ইসলাম, মোহাম্মদ শাহজাদ, রবার্ট ফ্রাইলিংক, মোসাদ্দেক হোসেন সেকত, আবু জায়েদ চৌধুরী রাহী, খালেদ আহমেদ, নাঈম হাসান, ক্যামেরন ডেলপোর্ট, দাসুন সানাকা, মোহাম্মদ আশরাফুল, রবিউল হক, ইয়াসির আলী চৌধুরী, নিহাদ-উজ-জামান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ সাদমান ইসলাম।
×