ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সজল-মৌসুমীর ‘ভেলকি’

প্রকাশিত: ০৩:৫৯, ২৫ অক্টোবর ২০১৮

সজল-মৌসুমীর ‘ভেলকি’

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি নির্মিত হয়েছে বিশেষ এক ঘণ্টার নাটক ‘ভেলকি’। নাটকটি রচনার পাশাপাশি পরিচালনা করেছেন শরিফুল ইসলাম শামীম। নাটকে রমি পাগলের চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নুর সজল। আরও আছেন মৌসুমী হামিদ, মাজনুন মিজান, জীবন, শিলা, আশিক, শাহিন প্রমুখ। নাটকটি আগামীকাল রাত ৯টায় শুক্রবার মাছরাঙ্গা টেলিভিশনে প্রচার হবে বলে জানা গেছে। ‘ভেলকি’ নাটকের কাহিনীতে দেখা যাবে পাগল বেশে ঘুরে বেড়ায় রমি নামের এক যুবক। মালি নামের একটি মেয়ে দিনের বেলা পান বিক্রেতা রাতের বেলা পতিতা করে বেড়ায়। আবার মাঝে মাঝে জরুরী কাজে কোথায় যেন হারিয়ে যায় আবার ফিরে আসে। ঐ এলাকায় মতিন নামের ছেলেও পাগল তারজন্য ছোট খাটো গু ামি করাই তার কাজ। রমি এসব সহ্য করতে পারে না, পাগল হলেও মালির জন্য প্রেম জন্মে তারজন্য। কিন্তু মাঝে মাঝে যে মালি রাতের বেলা কোথায় যেত তাও খোঁজ মেলে এক সময়। মালি দিনে পান বিক্রেতা আর রাতের বেলা পতিতাগিরি করা ছাড়াও মধ্যরাতে খুন করে বেড়ায় মানুষের কথা মতো টাকার বিনিময়ে। এভাবেই এগিয়ে যায় ‘ভেলকি’ নাটকের কাহিনী।
×