ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাবিতে শিবিরের চার কর্মীকে পুলিশে সোপর্দ

প্রকাশিত: ০৭:১৯, ২০ অক্টোবর ২০১৮

 রাবিতে শিবিরের  চার কর্মীকে  পুলিশে সোপর্দ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিবির সন্দেহে চার শিক্ষার্থীকে পিটিয়ে পুলিশে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এদের চারজনকেই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে মতিহার থানার ওসি শাহাদাৎ হোসেন। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের সামনে থেকে ১৪ শিক্ষার্থীকে ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। আটককৃতরা হলেন, ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী লিটন, দ্বিতীয় বর্ষের মোহায়মিন, আরবী দ্বিতীয় বর্ষের শাহরুখ ও সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের নাসিম। বাকিদের শিবির সংশ্লিষ্টতা না পাওয়ায় ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে ছাত্রলীগ। রাবি শাখা ছাত্রলীগের কয়েকজন কর্মী জানায়, সন্ধ্যার পর প্যারিস রোডে একসঙ্গে হাঁটাহাঁটি করছিল ওই শিক্ষার্থীরা। তৃতীয় বিজ্ঞান ভবনের পাশের ওই রাস্তায় তাদের থামতে বললে তারা দৌড়ে এদিক-সেদিক পালানো শুরু করে। ফজিলাতুন্নেছা হলের সামনে পৌঁছলে ছাত্রলীগের নেতাকর্মীরা গিয়ে তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য বঙ্গবন্ধু হলে নিয়ে যাওয়া হয়। এদিকে চলমান এ ঘটনার সময় মতিহার হল ও মমতাজ উদ্দিন কলাভবনের সামনে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
×