ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাজীপুরে বকেয়া দাবিতে শ্রমিক বিক্ষোভ, ভাংচুর

প্রকাশিত: ০৬:০৭, ১৭ অক্টোবর ২০১৮

গাজীপুরে বকেয়া দাবিতে শ্রমিক বিক্ষোভ, ভাংচুর

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বকেয়া বেতন ভাতা না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে নগরীর ছয়দানা এলাকায় প্রীতি সোয়েটার কারখানার শ্রমিকরা মঙ্গলবার কর্মবিরতি, বিক্ষোভ ও কারখানায় ভাংচুর করেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকরা জানায়, তাদের সেপ্টেম্বর মাসের বেতন গত ৭ অক্টোবর দেয়ার কথা ছিল। ওইদিন থেকে একাধিকবার বেতন দাবি করে আসলেও কারখানা কর্তৃপক্ষ তা দেয়নি। এছাড়া কারখানার বেশকিছু শ্রমিককে বেতন না দিয়ে জোরপূর্বক স্বাক্ষর রেখে ছাঁটাই করে দিয়েছে। শ্রমিকরা আরও জানায়, সেপ্টেম্বর ছাড়াও অনেক শ্রমিকের আগস্ট মাসের বেতন বকেয়া রয়েছে। কারখানা কর্তৃপক্ষ ছুটির দিন শুক্রবারও কাজ করিয়ে এবং ওভারটাইম করিয়ে নিয়মিত টাকা পরিশোধ করে না। শ্রমিকদের বার্ষিক ছুটির টাকা এবং টিফিন ভাতাও নিয়মিত দেয় না। এ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। তাই মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে শ্রমিকরা কারখানায় এসে কাজে যোগ না দিয়ে একত্রে জড়ো হয়ে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের এক পর্যায়ে শ্রমিকরা কারখানার কাঁচ ও কয়েকটি গাড়ি ভাংচুর করে। প্রীতি গ্রুপের ডিজিএম মোঃ নাহিদ আক্তার জানান, কারখানায় কাজ না থাকায় প্রায় অর্ধশত শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। পুলিশ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে মঙ্গলবার রাত ৭টার দিকে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের সময় দেয়া হয়। এছাড়া ৫ শতাংশ হারে বার্ষিক বেতন বৃদ্ধি, সাত কর্মদিবসের বেতন প্রদান, ২৫ অক্টোবর রিজাইনকৃতদের আইনগত বেনিফিট প্রদানসহ বিভিন্ন দাবি মেনে নিলে শ্রমিকরা বিক্ষোভ প্রত্যাহার করে নেয়।
×