ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংস্কৃতি সংবাদ

প্রয়াণবার্ষিকীতে সৈয়দ শামসুল হক স্মরণ

প্রকাশিত: ০৫:৪১, ২৮ সেপ্টেম্বর ২০১৮

প্রয়াণবার্ষিকীতে সৈয়দ শামসুল হক স্মরণ

স্টাফ রিপোর্টার ॥ শরীরী অস্তিত্ব না থাকলে সাহিত্যের আকাশে দারুণভাবে দৃশ্যমান সৈয়দ শামসুল হক। গল্প-কবিতা, উপন্যাস কিংবা কাব্যনাটকে মোহাবিষ্ট করেছেন শিল্প-সাহিত্যানুরাগীর অন্তর। তাই তো না থেকেও সাহিত্যের জমিনে ধ্রুবতারা হয়ে বিচরণ করছেন সব্যসাচী এই লেখক। বৃহস্পতিবার ছিল তাঁর দ্বিতীয় প্রয়াণবার্ষিকী। এ উপলক্ষে শিল্পকলা একাডেমি আয়োজন করেছে দুই দিনের স্মরণার্ঘ্য অনুষ্ঠান। বৃহস্পতিবার সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ছিল উদ্বোধনী দিনের আনুষ্ঠানিকতা। এতে বক্তব্য রাখেন সৈয়দ হকের সহধর্মিণী কথাসাহিত্যিক ডাঃ আনোয়ারা সৈয়দ হক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। স্বাগত বক্তব্য রাখেন একাডেমির সচিব বদরুল আনম ভূঁইয়া। সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’ কবিতাটি আবৃত্তি করেন বাচিকশিল্পী হাসান আরিফ। আনোয়ারা সৈয়দ হক বলেন, সৈয়দ শামসুল হক চলে যাওয়ার পর তার ব্যবহৃত ল্যাপটপ দুটি দুই বছরে খুলে দেখা হয়নি। ল্যাপটপ দুটি খোলার পরে দেখা গেলো, তিনি যে কত শত কবিতা, গল্প, শিশুসাহিত্য সমাপ্ত করতে পারেননি। যদি আগে জানা থাকত, তাহলে তাকে দিয়ে যেভাবেই হোক লেখাগুলো শেষ করা যেত। রামেন্দু মজুমদার বলেন, রবীন্দ্রনাথের পরে এত বিপুল সৃষ্টিসম্ভার আর কারও নেই। গল্প, কবিতা, নাটক, চিত্রকলাÑ যেখানেই তিনি হাত দিয়েছেন সেখানে সোনা ফলেছে। গল্প দিয়ে শুরু করলেও তিনি কবি হিসেবে সমাদৃত হয়েছেন এবং নাট্যকার হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন। এ সময় তিনি সৈয়দ শামসুল হকের ‘সমাধিস্থল’ কবিতাটি পাঠ করেন। অনুষ্ঠানে অতিথিরা কবি-সব্যসাচী সৈয়দ শামসুল হককে নিবেদিত দুই বাংলার শতাধিক কবিদের নিবেদিত কবিতার সংকলন ‘সৈয়দ হক : কবিতায় অঞ্জলি’ শীর্ষক বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হয়। বইটিতে শঙ্খ ঘোষ, কবীর চৌধুরী, আসাদ চৌধুরী, মহাদেব সাহা, মুহম্মদ নূরুল হুদা, অসীম সাহা, চৈতালী চট্টোপাধ্যায়সহ দুই বাংলার কবিদের দেড় শতাধিক কবিতা স্থান পেয়েছে। পিয়াস মজিদ সম্পাদিত বইটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ। নজরুল একাডেমি পদক পেলেন শবনম মুশতারী ॥ প্রতিষ্ঠার পঞ্চাশ বছর পূর্ণ করেছে নজরুল একাডেমি। সেই উদ্্যাপনের পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম প্রয়াণবার্ষিকীও পালন করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া উদ্বোধন করা হয়েছে একাডেমির কাজী নজরুল ইসলাম মিলনায়তন। ‘এনামুল হক একজন নিষ্ঠাবান গবেষক’ ॥ বাংলা একাডেমির আয়োজিত ড. মুহম্মদ এনামুল হক স্মারক বক্তৃতায় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, মুহম্মদ এনামুল হক একজন নিষ্ঠাবান গবেষক। বাংলা একাডেমি বৃহস্পতিবার এ স্মারক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করে। অধ্যাপক মনিরুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন।
×