ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কটিয়াদীতে বিশাল নির্বাচনী সভা

প্রকাশিত: ০৬:৪৯, ২৭ সেপ্টেম্বর ২০১৮

কটিয়াদীতে বিশাল নির্বাচনী সভা

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৬ সেপ্টেম্বর ॥ কিশোরগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ মঈনুজ্জামান অপুর সমর্থনে জেলার কটিয়াদীতে নৌকার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার বোয়ালিয়া তাহেরা নূর স্কুল এ্যান্ড কলেজ মাঠে আয়োজিত জনসভায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও নানা শ্রেণী পেশার বিপুলসংখ্যক লোকজন অংশ নেয়। এ সময় একই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রেনু জনসভায় সংহতি প্রকাশ করে নৌকায় ভোট চান। এছাড়াও বক্তৃতা করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, রুহুল আমিন খোকন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন খান, সাবেক কাউন্সিলর আশরাফুল হক দাদন, যুবলীগ নেতা টিটু, ছাত্রলীগ নেতা মারুফ আহমেদ প্রমুখ। জনসভায় জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মামাতো ভাই পরিচ্ছন্ন রাজনীতিবিদ আওয়ামী পরিবারের সন্তান মঈনুজ্জামান অপু বলেন, একাত্তরে বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধের মাধ্যমে এ দেশ স্বাধীনতা হয়েছিল। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলে এ দেশের মানুষের মুখে হাসি ফোটানো। তাই তিনি লড়াই সংগ্রাম করে স্বাধীনতা এনেছিলেন। কিন্তু পরাজিত শত্রুরা ১৯৭৫ সালের ১৫ আগস্টে নির্মমভাবে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে সে স্বপ্ন ধূলিসাত করে দেয়। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করতে দিনরাত কাজ করে যাচ্ছেন। আর তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নৌকা মার্কায় ভোট দিতে জনগণের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন।
×