ঢাকা, বাংলাদেশ   শনিবার ৩০ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুই মিনিটেই ম্যালেরিয়া নির্ণয়

প্রকাশিত: ০৫:৪৮, ২৬ সেপ্টেম্বর ২০১৮

দুই মিনিটেই ম্যালেরিয়া নির্ণয়

আফ্রিকা মহাদেশের দক্ষিণাংশের দেশগুলোতে অন্যতম মহামারি রোগটির নাম ম্যালেরিয়া। সম্প্রতি এক হিসাবে দেখা গেছে যে, বিশ্বে প্রতিবছর ২০ কোটিরও বেশি মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়। মারা যায় পাঁচ লাখেরও বেশি মানুষ। এই সমস্যা প্রকট আকার ধারণ করার অন্যতম কারণ হল আক্রান্তরা রোগটি শনাক্ত করতে দেরি করে ফেলেন। ম্যালেরিয়া এমন একটি রোগ যেটির চিকিৎসা সঠিক সময়ে না করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু আক্রান্তের ২৪ ঘণ্টার মধ্যে চিকিৎসা নিলে দ্রুত সুস্থ হওয়া সম্ভব। কাম্পালার মাকেরের বিশ্ববিদ্যালয়ের এক গবেষক ম্যালেরিয়া মোকাবেলায় একটি যন্ত্র তৈরি করেছেন। ব্রায়ান গিটা নামে ২৬ বছর বয়সী ওই গবেষক একটি ছোট বেসরকারী ক্লিনিকে তার যন্ত্রটি প্রয়োগ করে ভাল ফল পেয়েছেন। মাটিবাবু নামের ওই যন্ত্রটি দেখতে সুটকেসের মতো। আফ্রিকার উগান্ডার স্থানীয় ভাষায় মাটিবাবু বলতে ‘চিকিৎসা’ কে বোঝানো হয়। তিনি ও তার বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বন্ধু মিলে এই যন্ত্রটি উদ্ভাবন করেন। যেটি দামেও কম আবার পুনর্ব্যবহার যোগ্য। সবচেয়ে বড় কথা এতে রক্ত নেয়ার প্রয়োজন হয় না। মাত্র দুই মিনিটের মধ্যেই ম্যালেরিয়ার পরীক্ষা সম্পন্ন হয়।-বিবিসি অবলম্বনে।
×