ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইমরান খানের অফিস যাত্রা নিয়ে হচ্ছে ব্যঙ্গ-কৌতুক

প্রকাশিত: ১৯:১৬, ৩১ আগস্ট ২০১৮

ইমরান খানের অফিস যাত্রা নিয়ে হচ্ছে ব্যঙ্গ-কৌতুক

অনলাইন ডেস্ক ॥ তিনি খরচ কমাতে চান। তাই প্রতিদিন গাড়ির বদলে হেলিকপ্টারে অফিস যাচ্ছেন ইমরান খান। সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীর অফিস যাত্রা নিয়ে যথেষ্ট ব্যঙ্গের পর তথ্যমন্ত্রী ফওয়াদ চৌধরি এবং পিটিআইয়ের নেতা আলি মোহাম্মদ খান দাবি করেন, বানি গালায় প্রধানমন্ত্রীর বাসভবন থেকে সচিবালয়ের ১৫ কিলোমিটার দূরত্ব পেরোতে হেলিকপ্টার যাত্রা অনেক সস্তার। এ ছাড়া, সড়কপথে প্রধানমন্ত্রীর কনভয়ে ৫-৭টা গাড়ি থাকেই। আকাশপথে সে বালাই নেই। প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছে যাচ্ছেন মাত্র তিন মিনিটে। আবার সড়কপথে যাচ্ছেন না বলে রাস্তায় অন্য গাড়িকেও দাঁড়াতে হচ্ছে না। ফলে সব দিকেই সাশ্রয়। মন্ত্রী-নেতার এমন যুক্তি শুনে দেশ জুড়ে সমালোচনা আরও বেড়েছে। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, অগুস্তা ওয়েস্টল্যান্ডের এডব্লিউ১৩৯ হেলিকপ্টারে চড়েন ইমরান। কপ্টারে এক নটিক্যাল মাইল উড়তে ভারতীয় মুদ্রায় অন্তত ৯২০০ টাকা খরচ। আর আকাশপথে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে সচিবালয় ৮ নটিক্যাল মাইল। অর্থাৎ ভারতীয় মুদ্রায় মোট খরচ ৭৩,৬৩৫ টাকা। আর গাড়িতে কিলোমিটার পিছু ভাড়া ভারতীয় মুদ্রায় সর্বোচ্চ ৩১ টাকা। ফলে কনভয়ে ৭টা গাড়ি থাকলেও কপ্টারের খরচের ধারেকাছে আসে না। সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত আধিকারিক আবার পাক সংবাদপত্রকে বলেছেন, ‘‘উড়ানের খরচ ছেড়েই দিন। কপ্টার স্টার্ট করতেই তো লক্ষ রুপি খরচ। খরচ কমাতে চাইলে প্রধানমন্ত্রী বরং ‘জগ’ করতে করতে সচিবালয়ে যান। প্রথম দিন তো সে ভাবেই অফিসে গিয়েছিলেন।’’ সোশ্যাল মিডিয়ায় আবার কারও কারও পরামর্শ, খরচ যখন এতই কম, সাধারণ মানুষের অফিস যাওয়ার জন্যও বরং কপ্টারই চালু করুন ইমরান। নতুন প্রধানমন্ত্রী অবশ্য এত সমালোচনা সত্ত্বেও অচঞ্চল। অন্য দিনের মতো আজও কপ্টারে অফিস গিয়েছেন, রাওয়ালপিন্ডিতে সেনা সদরে বৈঠকও সেরে এসেছেন। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×