ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নতুন গবেষণা

প্রকাশিত: ০৭:০২, ৩১ আগস্ট ২০১৮

নতুন গবেষণা

সেন্সর রোবট কুকুর স্পর্শ করলেই আসল কুকুর ছানার মতো লেজ ও মুখের অঙ্গভঙ্গি করতে পারে ‘আইব’। একাধিক সেন্সর থাকায় নিজে নিজেই বল খেলতে পারে। চলাফেরার স্থান শনাক্ত করার পাশাপাশি ১০০ ব্যক্তির চেহারা মনে রাখতেও জুড়ি নেই এ্যাপ নিয়ন্ত্রিত রোবট কুকুর ছানাটির। সনির তৈরি নতুন সংস্করণের কুকুরটি আগামী মাসেই যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাবে। দাম পড়বে দুই হাজার ৮৯৯ ডলার। মেশিন যখন দক্ষ প্রশিক্ষক সঠিক নিয়মে শরীরচর্চা করার জন্য ঘরের বাইরে বের হওয়ার প্রয়োজন হবে না আর সঠিক নিয়মে শরীরচর্চা করার জন্য ঘরের বাইরে বের হওয়ার প্রয়োজন হবে না আর। দক্ষ প্রশিক্ষকের আদলে কিভাবে শরীরচর্চা করতে হয়, তার ভিডিও দেখাতে পারে ডিজিটাল ব্যায়ামের মেশিনটি। চাইলে ডিভাইসটি কাজে লাগিয়ে ভারোত্তোলনের বিভিন্ন যন্ত্রের ওজনও পরিবর্তন করা যায়। ‘টোনাল’ নামের ডিভাইসটির দাম দুই হাজার ৯৯৯ ডলার।
×