ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চাপ প্রয়োগ করে রোহিঙ্গা সংকট সমাধানে সহায়ক নয় ॥ চীন

প্রকাশিত: ১৭:১৫, ২৯ আগস্ট ২০১৮

চাপ প্রয়োগ করে রোহিঙ্গা সংকট সমাধানে সহায়ক নয় ॥ চীন

অনলাইন ডেস্ক ॥ চীন বলেছে, মিয়ানমারের ওপর আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ রোহিঙ্গা সংকট সমাধানের সহায়ক হবে না। সম্প্রতি এক প্রেস ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং এ কথা বলেছেন। মিয়ানমারে জাতিসংঘের ইন্ডিপেনডেন্ট ফ্যাক্ট ফাইন্ডিং মিশন জানিয়েছে, ‘গণহত্যার অভিপ্রায়’নিয়েই মিয়ানমারের সেনাবাহিনী রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যা, ধর্ষণের মত ঘটনা ঘটিয়েছে। আইন প্রয়োগের নামে ভয়ঙ্কর ওই অপরাধ সংঘটনের জন্য মিয়ানমারের সেনাপ্রধান এবং জ্যেষ্ঠ পাঁচ জেনারেলকে বিচারের মুখোমুখি করা উচিৎ। এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার চীন এ কথা বলেছে। চীন মিয়ানমারের ঘনিষ্ঠ মিত্র। রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত অভিযানকে মিয়ানমার সরকার বিদ্রোহ দমন হিসেবে আখ্যা দিয়ে আসছে। চীনও বরাবর মিয়ানমারের সুরেই কথা বলেছে। এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মিয়ানমারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব উত্থাপন করা হলে বেইজিং তা আটকে দিয়েছিল। মঙ্গলবার মিয়ানমারকে নিয়ে জাতিসংঘের প্রতিবেদন বিষয়ে জানতে চাইলে রোহিঙ্গা ইস্যুকে চরম জটিল বিষয় বলে মন্তব্য করেন হুয়া চুনিয়াং। তিনি বলেন, ‘আমি মনে করি এক পক্ষীয় সমালোচনা কিংবা চাপ প্রকৃত অর্থে সংকট সমাধানে সহায়ক নয়।’ রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানান হুয়া। তিনি বলেন, ‘ এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিৎ সংলাপ ও পরামর্শের ভিত্তিতে বাংলাদেশ ও মিয়ানমার যাতে রাখাইন রাজ্যের সংকট যথার্থভাবে সমাধান করতে পারে সেজন্য গঠনমূলক ভূমিকা পালন করা।’
×