ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

প্রকাশিত: ০৬:৩৬, ২৮ আগস্ট ২০১৮

দুই উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠানের দুই কর্পোরেট পরিচালক ছয় লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি দুইটি হলো : ইউনাইটেড ফাইন্যান্স এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স। জানা গেছে, ইউনাইটেড ফাইন্যান্সের কর্পোরেট উদ্যোক্তা পরিচালক ইউনাইটেড ইন্স্যুরেন্স তিন লাখ এবং ইউনাইটেড ইন্স্যুরেন্সের কর্পোরেট পরিচালক ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন তিন লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। বর্তমানে ইউনাইটেড ফাইন্যান্সের কর্পোরেট উদ্যোক্তা পরিচালক ইউনাইটেড ইন্স্যুরেন্সের কাছে ৩ কোটি ৮৬ লাখ ১৬ হাজার ৮২৮টি শেয়ার এবং ইউনাইটেড ইন্স্যুরেন্সের কর্পোরেট পরিচালক ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশনের কাছে ৫৫ লাখ ৩১ হাজার ৫৩৯টি শেয়ার রয়েছে। দুই কর্পোরেট পরিচালককে তাদের ঘোষণাকৃত শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রি সম্পন্ন করতে হবে। -অর্থনৈতিক রিপোর্টার ঢাকা ব্যাংক উদ্যোক্তা শেয়ার কেনার ঘোষণা পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ব্যাংকের উদ্যোক্তা রাখি দাস গুপ্তা শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ঢাকা ব্যাংকের এই উদ্যোক্তা ১ লাখ ১৫ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। উল্লেখ্য, রাখি দাস গুপ্তা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে। -অর্থনৈতিক রিপোর্টার
×