ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পটুয়াখালীতে জমি নিয়ে সংঘর্ষ ॥ আহত ১০

প্রকাশিত: ০৪:০৪, ২৬ আগস্ট ২০১৮

  পটুয়াখালীতে জমি নিয়ে সংঘর্ষ ॥ আহত ১০

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ২৫ আগস্ট ॥ পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়ায় জমি সংক্রান্ত বিরোধ সংঘর্ষের ঘটনায় মহিলাসহ ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে নশু মোল্লা নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহত আট জনকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় তানিয়া, জসিম ও রসিদ নামে তিন জনকে আটক করেছে। জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষ লিটন গাজী ও রিপন গাজী গং গত ২৪ আগস্ট দেশীয় অস্ত্র নিয়ে রাজ্জাক মোল্লার রোপণকৃত আমন ধানের বীজ উপড়ে ফেলে দেয়। এতে সে বাধা দিলে বাকবিত-ার এক পর্যায়ে তাদের ওপর অস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষরা নশু মোল্লা, মাসুদ মোল্লা, মিরাজ মোল্লা, সানু মোল্লা, দুলাল মোল্লা জাবেদা বেগম, তাহমিনা বেগম, ফকু মোল্লা এবং রাসেল মোল্লাসহ ১০ জনকে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
×